সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে নতুন সুজুকি সুইফটের মডেল। আর এই মডেলের জন্যেই এখন ভারতের গাড়িপ্রেমীরা অপেক্ষায় আছেন। আর এবার এই সুজুকি সুইফটের গ্লোবাল ভার্সনটি         NCAP পরীক্ষা পেল ৪ স্টার রেটিং। জাপানে এই NCAP ক্র্যাশ টেস্ট হয়েছিল কিছুদিন আগেই। জাপানে অনেক আগে থেকেই নতুন প্রজন্মের সুজুকি সুইফট বাজারে বিক্রি হচ্ছিল, আর এই পরীক্ষা হয়েছিল মূলত জাপানিক স্পেকুলার সুইফট মডেলটির জন্য।


কত স্কোর এসেছে পরীক্ষায়


এই গাড়িটি ক্র্যাশ টেস্টে ৯০ শতাংশ স্কোর করেছে বলেই জানা গিয়েছে। ১৯৭ পয়েন্টের মধ্যে এই গাড়িটি পেয়েছে ১১৭.৮০ পয়েন্ট। জাপানে যে সুইফট বিক্রি হয়, সেই মডেলেও ADAS ফিচার্স রয়েছে। আর এই ফিচার্সের জন্যেই মূলত এত ভাল স্কোর এল পরীক্ষায়।


কিসে কত রেটিং


গাড়ির সামনের দিকের ফুল র‍্যাপড কলিশন টেস্টে ড্রাইভার সিট ক্যাটাগরিতে এটি পেয়েছে ৪ স্টার রেটিং, সাইড কলিশন টেস্টে পেয়েছে ৫ স্টার রেটিং, এমনকী নেক ইনজুরি প্রোটেকশন রিয়ার এন্ড কলিশন পারফরম্যান্স ও আরও বেশ কিছু পরীক্ষায় এই সুজুকি সুইফটের মডেল ৫ স্টার রেটিং পেয়েছে।


জাপানিজ মডেলের থেকে ভারতের মডেল খানিক আলাদা


অফসেট ফ্রন্টাল কলিশন টেস্ট (রিয়ার প্যাসেঞ্জারস সিট)-এ ৩ স্টার এবং প্যাসেঞ্জার সিট বেল্ট রিমাইন্ডার পরীক্ষায় ৪ স্টার রেটিং পেয়েছে এই সংস্থা। এটা মূলত জাপানিজ স্পেক মডেলের জন্যেই পরীক্ষা হয়েছে। ইন্ডিয়া স্পেক সুইফট যদিও একটু আলাদা। ইকুইপমেন্ট এবং ফিচার্সে যদিও হালকা পার্থক্য থাকবে এই দুই মডেলের মধ্যে। জাপানিজ মডেলের সঙ্গে ভারতের স্পেক মডেলের সব কিছু মিলবে না একভাবে। জাপানের বাজারে এই ৪ স্টার রেটিং বেশ আশা জাগিয়েছে গাড়িপ্রেমীদের মনে। ফলে ভারতেও একইভাবে এই মডেল নিয়ে বেশ উত্তেজিত গাড়িপ্রেমীরা।


আগামী মাসেই আসছে সুইফট


ভারতের বাজারে আগামী মাসেই আসছে এই সুজুকি সুইফট এবং এটি একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসছে এই মডেল। এতে যেমন জ্বালানি তেলের খরচ অনেক কম হবে, এতে ইন্টিরয়রেও অনেক বদল এসেছে, যুক্ত হয়েছে ৬টি এয়ারব্যাগ, কার টেক ইত্যাদি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: কিয়া জিতল নতুন পুরস্কার, 'ব্র্যান্ড ডিজাইন ল্যাঙ্গুয়েজ' সম্মান পেল এই মডেল


Car loan Information:

Calculate Car Loan EMI