Tata Cars: ভারত মোবিলিটি শো যেন গাড়ির পসরা, গাড়ির মেলা। হাজারও অভিনব সব গাড়ির মডেল নিয়ে প্রদর্শনীতে এসেছিল গাড়ি নির্মাতা সংস্থাগুলি। মারুতি, মহিন্দ্রা হোক বা টাটা। ভবিষ্যতে ভারতের বাজারে তারা কোন কোন মডেল নিয়ে আসতে চলেছে, তার প্রদর্শনীই ছিল এদিন। আর সেখানেই নজর কাড়ল টাটার নতুন একেবারে হাল ফ্যাশনের রেসার গাড়ি টাটা অ্যালট্রোজ (Altroz Racer)। গাড়ির ফার্স্ট লুক এই প্রথম প্রকাশ্যে এল।


একেবারে আঁটঘাঁট বেঁধেই নেমেছে যেন টাটা মোটরস। এই বছরেই বাজারে আসতে চলেছে টাটার নতুন এই অ্যালট্রোজ মডেল। প্রোডাকশনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সমস্ত কিছু। হট হ্যাচব্যাক বলা যেতে পারে টাটা অ্যালট্রোজ রেসারকে। তবে বাজারে এলে হুন্ডাইয়ের i20 N Line মডেলকে জমিয়ে টেক্কা দেবে এই গাড়ি।


২০২৩ সালের অটো এক্সপোতে টাটা এই গাড়ির (Altroz Racer) একটি ভার্সন আগেই দেখিয়েছিল। তবে এই ভার্সনটির পারফরম্যান্স নিয়ে গাড়িপ্রেমীরা বেশ আশাবাদী। আগের ভার্সনের থেকে এতে নাকি ক্ষমতা এবং লুক দুইই বহুগুণে বেড়ে গিয়েছে। এই ভার্সন দেখে মনে হয়েছে যে এটি প্রোডাকশনের জন্য সম্পূর্ণ তৈরি। কিন্তু একইসঙ্গে টাটার আরও একটি কনসেপ্ট মনিকার মডেল হিসেবে রয়েছে যাতে এই গাড়ির ভার্সনটিই অ্যালট্রোজ পরিবারে ফ্ল্যাগশিপ মডেল হিসেবে স্থান পেতে পারে।


আর এক্সটিরিয়রের দিক থেকে অ্যালট্রোজ (Altroz Racer) রেসারে একটা রেসিয়ার ডুয়াল টোন রঙ রয়েছে, মাঝে স্ট্রাইপও রয়েছে এর। আর এটা দেখতে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়। রেসিং গাড়ির সঙ্গে সঙ্গে এই মডেলে অন্য ধরনের একটা অ্যাগ্রেসিভ লুকও রয়েছে। সারা গাড়ি জুড়েই স্ট্রিপ রয়েছে, ডোরা কাটা দাগ রয়েছে। কালোর উপরে সাদা দিয়ে কনট্রাস্ট তৈরি করা আছে। অন্যদিকে এর এক্সটিরিয়রের যে রঙ তাও কিন্তু কম আকর্ষণীয় নয়। ব্ল্যাক রঙের মধ্যে এখন নতুন সংযোজন হল ১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয়। আর সেটা গাড়ির চেহারাতেও আমূল বদল এনে দিয়েছে।


ইন্টিরিয়রের কথা বলতে গেলে, অ্যালট্রোজ রেসার অনেকটাই প্রিমিয়াম লুক এনেছে। ৭ ইঞ্চির টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই গাড়িতে। তার সঙ্গে একটা রেসিয়ার ইন্টিরিয়রও এর উপরি পাওনা। নতুন লুকের সিটগুলো দেখে চমকে যাবেন আপনি।


এখানেই শেষ নয়। ফিচার্সের (Altroz Racer) বর্ণনা আরও খানিক বাকি। অ্যালট্রোজ রেসার গাড়িতে একটা হেড আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট এবং আরও অনেক ফিচার্স রয়েছে। এই গাড়িতে ভেন্টিলেটেড সিট, ভয়েস অপারেটেড সানরুফ ইত্যাদিও রয়েছে উপরি পাওনা হিসেবে।


ইঞ্জিনের কথা বলতে গেলে ১.২ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে অ্যালট্রোজ গাড়িতে যেখানে 120ps এবং 170Nm ক্ষমতা উৎপন্ন করা যেতে পারে। তবে আসা করা হচ্ছে অ্যালট্রোজ রেসার ডিসিটি বা ম্যানুয়াল সহ বাজারে আসবে।  


আরও পড়ুন: Skoda Cars: ভারতের বাজারে প্রথম ইভি আনল 'স্কোডা', রেঞ্জ কত ? নতুন কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI