সোমনাথ চট্টোপাধ্যায়: টাটা অ্যালট্রোজ মডেলের গাড়িটি যখন বাজারে আসে, সেই সময় বাজারে একটা প্রবল চাহিদা আসে যে এই গাড়ির পাওয়ারট্রেন (Tata Altroz Racer Review) অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার আছে। আর সেই চাহিদা মেনেই টাটা মোটরস এবার তাই অ্যালট্রোজ রেসারের একটি নতুন ভার্সন নিয়ে এসেছে যাতে রয়েছে আইটার্বো ইঞ্জিন। একইসঙ্গে, অ্যালট্রোজ রেসার একটি আদ্যোপান্ত হট হ্যাচব্যাক গাড়ি। এই নতুন গাড়িটি আদপে একটি পারফরম্যান্স ওরিয়েন্টেড গাড়ি। টাটা অ্যালট্রোজের মতই অ্যালট্রোজ রেসার একইরকম শক্তিশালী ইঞ্জিন (Tata Altroz Racer) নিয়ে এসেছে। স্পোর্টিয়ার লুক এবং আরও অন্যান্য ফিচার্সের সঙ্গে এসেছে টাটা অ্যালট্রোজ রেসার।


টাটার এই গাড়ির শক্তিশালী পাওয়ারট্রেন


টাটার অন্যান্য গাড়িগুলির মধ্যে নেক্সনের এই একই পাওয়ারট্রেন বা ইঞ্জিন রয়েছে, আইটার্বো অ্যালট্রোজের থেকেও এর শক্তি বেশি। ১২০ বিএইচপি পাওয়ার এবং ১৭০ এনএম ক্ষমতা উৎপন্ন হয় এই ইঞ্জিনে। অ্যালট্রোজ রেসারের ১০ বিএইচপি ক্ষমতা ও ৩০ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা আছে।


অ্যালট্রোজ রেসারের ইন্টিরিয়রের দিক কতটা ভাল


ড্রাইভার ডিসপ্লে, টাচস্ক্রিন টাটার অ্যালট্রোজ রেসারের অন্যতম আকর্ষণ। এর কারণে এই গাড়ি চালাতে বেশ ভাল লাগে। আরামবোধ হয়। এই গাড়িতে যে ৩৬০ ডিগ্রি ক্যামেরা আছে, তাও এক কথায় অসাধারণ। ভেন্টিলেটেড সিটগুলি এই গাড়ির অন্যান্য যন্ত্রাংশের থেকে অনেকাংশে ভাল। নতুন মানের স্টিয়ারিং হুইল এবং নতুন শিফটার এতে রাখা হয়েছে।


অ্যালট্রোজ রেসারের কী ফিচার্স


একটা স্পোর্টি লুক নিয়ে বাজারে এসেছে টাটার অ্যালট্রোজ রেসার। এই গাড়ির গিয়ারবক্স বেশ কিছুটা আলাদা অন্যান্য গাড়ির তুলনায়। গাড়ির অন্যান্য অংশের ডিজাইনের থেকেও এই ডিজাইন অনেকটাই আআলদা। এই গাড়ি পরে অটোমেটিক ডিসিএ সহ বাজারে আসতে পারে। খুব শীঘ্রই টাটা অ্যালট্রোজ রেসারের ডিসিএ ভ্যারিয়ান্ট বাজারে আসতে চলেছে বলেই ধারণা করা যায়।


চালিয়ে কেমন আরাম টাটা অ্যালট্রোজ রেসার


এই হ্যাচব্যাক গাড়িতে আপনি যদি রোজ যাতায়াত করেন, তাহলে আপনার কোনওভাবেই ক্লান্তি আসবে না। গাড়ির চেহারার দিক থেকে দেখতে গেলে এই টাটা অ্যালট্রোজ রেসার এক কথায় অসাধারণ। তবে এর লুকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর পারফরম্যান্স। আইটার্বো ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে অনেকগুলি ফিচার্স এসে জুড়েছে। তবে এর অটোমেটিক ভ্যারিয়ান্টের পারফরম্যান্স যে এর থেকেও ভাল হবে সে কথা ধরেই নেওয়া যায়।   


আরও পড়ুন: Best CNG Cars: দেশের সেরা সিএনজি গাড়ি, মারুতি থেকে টাটা পর্যন্ত নাম রয়েছে কাদের ?


Car loan Information:

Calculate Car Loan EMI