Tata Cars Discount Offers: টাটা মোটরসের অনেক গাড়িতেই এই মাসে দারুণ ছাড় দেওয়া হচ্ছে। টাটা হ্যারিয়ার থেকে শুরু করে টাটা পাঞ্চ ছাড়ের (Tata Cars) তালিকা অনেক বড়। এমনকী জানা গিয়েছে কোনো একটি বিশেষ গাড়িতে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে টাটা মোটরস (Tata Car Discount) । দেখে নেওয়া যাক এই মাসে গাড়ি কিনলে কোন কোন টাটার মডেল আপনি সস্তায় পাবেন।
টাটার এই গাড়িতে সর্বোচ্চ ছাড়
টাটার গাড়িগুলির মধ্যে টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারিতে সবথেকে বেশি ছাড় পাওয়া যাচ্ছে। বহু ডিলারের কাছেই এই গাড়িগুলির প্রি-ফেসলিফট মডেল রয়েছে যা বাজারে বিক্রি হচ্ছে নগদ ছাড় এবং কিছু এক্সচেঞ্জ বোনাসের সঙ্গে। এই গাড়িগুলিতেই সবথেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে। ২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে এই গাড়িগুলিতে। ২০২৩ সালের রিফ্রেশ করা মডেলগুলি থাকলে তাতে আপনি পাবেন ১ লক্ষ ৭৫ হাজার টাকার ছাড়।
টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারির MY2024 মডেলগুলিতে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। টাটা হ্যারিয়ারের ৫ সিটার গাড়ির এক্স শোরুম দাম ১৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ২৫.৯৮ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। অন্যদিকে ৩ সিটার সাফারি গাড়ির এক্স শোরুম দাম ১৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৬.৭৯ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে।
Tata Nexon গাড়িতে ছাড়
টাটা নেক্সনের প্রি ফেসলিফট মডেলে ১.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। ২০২৩ সালে এই গাড়ির মডেলটি ভারতের বাজারে আসে। এই গাড়ি কিনলে আপনি ৮০ হাজার টাকা সস্তায় পাবেন। আর এই মডেলের MY2024 ভার্সনগুলিতে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। টাটা নেক্সনের মোট ১০০টি ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে।
টাটার এই মডেলগুলিতেও মিলছে ছাড়ের সুবিধে
টাটা হ্যারিয়ার এবং সাফারি ছাড়া টাটার টিয়াগো এবং টিগরের MY2023 গাড়িতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি। টাটা অ্যালট্রোজের ২০২৩ মডেলে আপনি এই মাসে ১.০৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি। গত বছর টাটা পাঞ্চের যে মডেলগুলি বাজারে এসেছিল, সেগুলিতে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ ছিল।
টাটা টিয়াগোর এক্স শোরুম দাম ৫ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে সর্বোচ্চ দাম গিয়েছে ৮.৭৫ লক্ষ টাকা। টাটা টিগরের এক্স শোরুম দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দাম গিয়েছে ৯.৪০ লক্ষ টাকা পর্যন্ত। টাটা অ্যালট্রোজের এক্স শোরুম দাম ৬.৫০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১১.১৬ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। টাটা পাঞ্চের এক্স শোরুম দাম ৬.১৩ লক্ষ টাকা থেকে শুরু করে এর টপ ভ্যারিয়ান্টের দাম ১০.১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: Honda Activa: হোন্ডার এই জনপ্রিয় স্কুটারে দারুণ ছাড়, এই মাসেই কিনলে অনেক কমে পাবেন
Car loan Information:
Calculate Car Loan EMI