সোমনাথ চট্টোপাধ্যায়:  টাটা কার্ভের আরও একটি নতুন মডেল বাজারে আসতে চলেছে। আরও একটি SUV তবে ফিচার্সের দিক থেকে ফারাক রয়েছে ঢের। বলা ভাল, নেক্সনের আগের স্লটেই স্থান পাবে এই টাটা কার্ভ এসইউভি কুপ। সর্বোপরি, টাটা মোটরসের (Tata Motors) প্রথম এসইউভি (SUV) কুপ হতে চলেছে এই টাটা কার্ভ। এই গাড়ির কনসেপ্ট আগেই দেখানো হয়েছিল, এবার প্রোডাকশন মডেল দেখানো হল ভারত মোবিলিটি শো-তে।


কনসেপ্ট যেমন দেখানো হয়েছিল, এই মডেলটির গঠন অনেকটাই একইরকম। এমনকী কুপের মত স্টাইলটাও অনেকটা একই রয়েছে এই মডেলে। তবে কিছু কিছু ডিটেইলিং বাদ গিয়েছে ঠিকই, তবে দুর্দান্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে ফ্লাশ ডোর হ্যান্ডলসের ডিটেলিং অক্ষত আছে। গাড়ির ফ্রন্ট এন্ডে লাইট বার রয়েছে, নেক্সন ইভির সঙ্গে যা খুবই সাযুজ্যপূর্ণ। তবে এই মডেলের লাইটবার আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ। রিয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রেও অনেক বেশি বদল এসেছে টাটা কার্ভের এসইউভি কুপে (Tata Curvv SUV Coupe)। ফুল উইডথ এলইডি লাইট রয়েছে এই গাড়িতে। একটা শাটল রিয়ার স্পয়লার বাড়তি সংযোজন যা একটা ক্লিন লুক এনে দিয়েছে মডেলটিকে। এসইউভি কুপের মত লুক নিয়ে টাটা কার্ভ অনেকটাই লো এবং ওয়াইড ফিলিং দেয়। আকারের দিক থেকে নেক্সনের থেকে এটি উপরের স্লটে থাকবে। গাড়ির দৈর্ঘ্য ৪৩০৮ মিমি এবং প্রস্থ ১৮১০ মিমি, অন্যদিকে গাড়ির হুইলবেস ২৫৬০ মিমি। এছাড়া টাটা কার্ভ এসইউভির ৪২২ লিটারের বড় বুটও রয়েছে।


ডিজিটাল ফোকাসড কেবিন ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ইন্টিরিয়র বানানো হয়েছে। আর এই কারণেই এটি অত্যন্ত কুল একটা লুক এনে দেয়। প্যানোরমিক সানরুফ প্লাস এডিএএস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর তার সঙ্গে বিশালাকায় টাচস্ক্রিন রয়েছে এই গাড়িতে। গাড়ির (Tata Curvv SUV Coupe) আকারের অনুপাতে ভিতরের স্পেস যথেষ্ট ভাল এবং আরও প্রিমিয়াম মেটেরিয়াল গাড়িতে থাকবে এমনটা আশা করা হয়েছিল। কার্ভের (Tata Curvv SUV Coupe) এই নতুন মডেলের ইঞ্জিন মূলত ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন, আর তার সঙ্গে একটি ইভি ভার্সনও আছে। ২০২৩ সালের অটো এক্সপোতে টাটা কার্ভের পেট্রল ইঞ্জিন ভার্সনের কনসেপ্ট দেখান হলেও তা এখনও বাজারে আসেনি, এমনকী তার প্রোডাকশনও শুরু হয়নি। ডিজেল ইঞ্জিনের মধ্যে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং চার সিলিন্ডারের একটি ইউনিট যা ১১৫ পিএস এবং ২৬০ এনএম ক্ষমতাসম্পন্ন।


নতুন এই কার্ভের মডেল খুবই আকর্ষণীয় দেখতে লাগছে আর হুন্ডাই ক্রেটার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে এই ৪ মিটার প্লাস এসইউভি মডেল।  


আরও পড়ুন: Tata Cars: আরও দুটো মডেলের ইভি ভার্সন আনবে টাটা- কোন মডেল, কত দাম ?


Car loan Information:

Calculate Car Loan EMI