Tata Curvv Launching Price: টাটা মোটরসের বহু প্রতীক্ষিত গাড়ির মডেল সম্প্রতি বাজারে এসে গিয়েছে। ১০ লাখের মধ্যেই বাজারে (Tata Curvv) লঞ্চ হয়েছে টাটা কার্ভের নতুন ভার্সন। এর আগে এই গাড়ির বৈদ্যুতিন ভার্সন বাজারে এসেছিল, এবার এই গাড়ির (Tata Curvv Petrol Version) পেট্রোল ও ডিজেল ভার্সন লঞ্চ হল ভারতের বাজারে। কী বিশেষত্ব এই পেট্রোল ভার্সনের গাড়িতে ?


Tata Curvv-এর এই ভার্সনের দাম কত


পেট্রোল ও ডিজেল ভার্সনে বাজারে লঞ্চ হয়েছে টাটা কার্ভ। অর্থাৎ এই নতুন মডেলের টাটা কার্ভে রয়েছে পেট্রোল ও ডিজেল পাওয়ারট্রেন। এই টাটা কার্ভ পেট্রোল ভার্সনের এক্স শোরুম দাম ধার্য হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা। একইসঙ্গে এই গাড়ির ডিজেল ভ্যারিয়ান্টের দাম শুরু হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা থেকে। আবার অন্যদিকে টাটা কার্ভের ডিসিএ ভ্যারিয়ান্ট ভারতের বাজারে পাওয়া যাবে ১২ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা থেকে। শুধু এখানেই শেষ নয়, টাটা কার্ভের হাইপেরিয়ন জিডিআই ভ্যারিয়ান্টের দাম শুরু হয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা থেকে।


টাটা কার্ভের পেট্রোল ভ্যারিয়ান্টের কী ফিচার্স


টাটা কার্ভের এই পেট্রোল ভার্সনে এবং ডিজেল ভার্সনে রয়েছে প্রিমিয়াম কুপ ডিজাইন। এই গাড়িতে বুট স্পেস রয়েছে ৫০০ লিটারের। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ২০৮ মিলিমিটারের। এছাড়াও এই গাড়িতে এলইডি লাইটও দেওয়া হয়েছে ফিচার্স হিসেবে। আর সেফটি ফিচার্সের মধ্যে এই গাড়িতে আবশ্যিক হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ।


টাটা কার্ভে প্যানোরমিক সানরুফ


টাটা কার্ভের হাইপেরিয়ন জিডিআই ভ্যারিয়ান্টের মধ্যে আশ্চর্য ফিচার্স হিসেবে রয়েছে অ্যাসিস্টেড প্যানোরমিক সানরুফ। এই গাড়িতে এছাড়া ১০.২৫ ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমও রয়েছে। এই গাড়ির চাকা দেওয়া হয়েছে আর ১৭ অ্যালয় হুইল যার সঙ্গে রয়েছে এয়ারো ইনসার্ট প্রযুক্তিও। অটোমেটিক টেম্পারেচার কনট্রোলের সুবিধেও দেওয়া হয়েছে এই গাড়িতে। ক্রুজ কনট্রোলের ফিচার্সও রয়েছে এই গাড়িতে। এছাড়া পার্কিং অনেক ভালভাবে করার জন্য গাড়ির রিভার্স ক্যামেরা একটি বাড়তি পাওনা বলা চলে। সবশেষে অন্যান্য ফিচার্সের মধ্যে উল্লেখ করতেই হয় টাটা কার্ভের অটো হেডল্যাম্প, রেন সেন্সিং ওয়াইপার ইত্যাদির কথা।


শুরু হয়েছে বুকিং


২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টাটা কার্ভের বুকিং। আর আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হয়ে যাবে। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৯.৯৯ লাখ টাকা।


আরও পড়ুন: Car Number Plate: আস্ত গাড়ির থেকেও দাম বেশি এই নম্বর প্লেটের, কী বিশেষত্ব জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI