Tata Nexon Discount: টাটা মোটরসের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে শীর্ষে রয়েছে টাটা নেক্সন। ২০২৪ সালে জুলাই মাসে একটি দারুণ অফার (Tata Motors) দিয়েছে টাটা, শুধুমাত্র এই মডেলটির জন্য। টাটা নেক্সনের মডেলে এই সংস্থা ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়েছে। এই গাড়িতে যেমন ছাড় মিলছে, সস্তায় (Tata Nexon) কিনতে পারবেন, তেমনই দারুণ সব ফিচার্স রয়েছে এই গাড়িতে। এটিই টাটার সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি।


টাটা নেক্সনে বিপুল ছাড়


টাটা মোটরস জানিয়েছে যে, টাটা নেক্সনের পেট্রোল ভ্যারিয়ান্টের প্রি-ফেসলিফট মডেলে ৯০ হাজার টাকা ছাড়। এর মধ্যে ৫৫ হাজার টাকা নগদ বোনাস, ৩৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস রয়েছে। টাটা নেক্সনের ডিজেল ভ্যারিয়ান্টের প্রি-ফেসলিফট মডেলে ৭৫ হাজার টাকা ছাড় পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ৪০ হাজার টাকার নগদ ছাড়, ৩৫ হাজার টাকার বোনাস।


শক্তিশালী পাওয়ারট্রেন


টাটা নেক্সনে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রাখা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১২০ বিএইচপি শক্তি সহ ১৭০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন হয়। এছাড়া গাড়ি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন ভ্যারিয়ান্টে সর্বোচ্চ ১১০ বিএইচপি শক্তি এবং ২৬০ এনএম টর্ক উৎপন্ন হয়।


অসাধারণ ফিচার্স


এই সংস্থা টাটা নেক্সনে অনেক ফিচার্স দিয়েছে। ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভের ডিসপ্লের সঙ্গে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন দেওয়া হয়েছে গাড়িতে। তাছাড়া টাটা নেক্সনে হাইট অ্যাডজাস্টেবল সিট, ওয়্যারলেস চার্জিং, ফাস্ট ইউএসবি চার্জার, অ্যালয় হুইল এবং তাঁর সঙ্গে অটোমেটিক ক্লাইমেট কনট্রোল থাকছে। আর এইসব কারণেই মানুষ এই গাড়িটিকে যথেষ্ট ভালবাসে।


গাড়ির দাম কত


টাটা নেক্সনের এক্স শো-রুম দাম শুরু হয়েছে ৮.১৫ লাখ টাকা থেকে। আর এর টপ এন্ড মডেলের এক্স শো-রুম দাম ১৫.৮০ লাখ পর্যন্ত ধার্য করা হয়েছে। হুন্ডাই ক্রেটা, মারুতি সুজুকি, ব্রেজা এবং কিয়া সেলটোসের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই গাড়িটি। 


এই বছরে খুব শীঘ্রই টাটা মোটরস তাঁর কার্ভ ইভি মডেলটি বাজারে নিয়ে আসতে চলেছে। এই সংস্থার ICE ভ্যারিয়ান্টগুলির আগে জায়গা পাবে এই কার্ভ ইভি মডেল। টাটা মোটরসের সবথেকে শক্তিশালী ইভি গাড়ি হতে চলেছে এই মডেলটি। টাটা নেক্সন ইভির থেকেও বেশি রেঞ্জ দেবে টাটা কার্ভ ইভিতে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Best Bikes: বাজাজের সিএনজি বাইক নাকি হোন্ডার শাইন, ফিচার্স ও দামে কে কাকে টেক্কা দেবে ?


Car loan Information:

Calculate Car Loan EMI