Tata Cars: ইভির দুনিয়াতে সম্প্রতি টাটা নেক্সনের পর আরও একটি ইভি মডেল নিয়ে এসেছে টাটা। SUV-র দিক থেকেও নিত্য নতুন মডেল আনছে টাটা। কিন্তু এরই মাঝে টাটা মোটরস জানাল যে তাদের গাড়ির দাম বাড়বে এবার। আগামী মাস থেকেই নাকি এই বর্ধিত দাম কার্যকর হবে।


রবিবার ২১ জানুয়ারি টাটা মোটরস (Tata Motors) জানিয়েছে, তাদের সমস্ত রেঞ্জের প্যাসেঞ্জার ভেহিকলের দাম বাড়তে চলেছে। ইলেকট্রিক ভেহিকলগুলিরও দাম বাড়বে আগামী মাস থেকেই এমনটাই জানা গিয়েছে। টাটার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত রেঞ্জের গাড়িতে ০.৭ শতাংশ হারে দাম বাড়বে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই। একটি বিজ্ঞপ্তিতে টাটা গোষ্ঠী জানিয়েছে ইনপুট কস্ট বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়াতে হচ্ছে গাড়ির।


এই মাসের শুরুর দিকেই টাটা গ্রুপ (Tata Motors) জানিয়েছিল যে বিশ্বের বাজারে হোলসেল গাড়ি বিক্রি তাদের প্রায় ৯ শতাংশ বেড়েছে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে। অর্থাৎ সংখ্যার হিসেবে বিশ্বজুড়ে ২০২৩-২৪ অর্থবর্ষের বিগত ত্রৈমাসিকে টাটার প্রায় ৩,৩৮,১৭৭ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। একই ত্রৈমাসিকে টাটার বাণিজ্যিক গাড়ির বিক্রি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বেড়েছে মাত্র ১ শতাংশ, অর্থাৎ বিক্রি হয়েছে ৯৮,৬৭৯ ইউনিট গাড়ি। আর টাটা মোটরসের প্যাসেঞ্জার গাড়ি বিক্রি হয়েছে ১,৩৮,৪৫৫ ইউনিট অর্থাৎ গাড়ির বিক্রি বেড়েছে ৫ শতাংশ।


টাটার জাগুয়ার আর ল্যান্ড রোভারের বিক্রিও বেড়েছে। বিশ্বের বাজারে এই গাড়ির বিক্রি হোলসেলে ১,০১,০৪৩ ইউনিট অর্থাৎ ২৭ শতাংশ বেড়েছে। ইভির দুনিয়াতেও পা রেখেছে টাটা। টাটা সিয়েরার ইভি ভার্সন আসছে বাজারে, টাটা পাঞ্চ এসে গিয়েছে। তবে গাড়ির দাম বৃদ্ধিতে এর পরের ত্রৈমাসিকে গাড়ি বিক্রিতে কত প্রভাব পড়বে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।  


শুধু টাটা মোটরস নয়, গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকিও। সংস্থার তরফে জানা গিয়েছে যে সমস্ত গাড়ির (Maruti Suzuki) মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য এই বর্ধিত দাম কার্যকর হয়েছে ১৬ জানুয়ারি থেকেই। ২০২৩ সালের শেষ দিক থেকেই মারুতি সুজুকি সংস্থা জানিয়েছিল যে তারা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন মূল্য অনেকটাই বেড়েছে।


সূত্রের খবর, জাপানের সুজুকি মোটর কোম্পানির অধীনে এই মারুতি সুজুকির গাড়ি বিক্রি বেশ কিছুদিন ধরে অনেকটাই কমে গিয়েছে। কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে গাড়ির দাম এত বেড়ে চলেছে, তাই মারুতির একনিষ্ঠ ক্রেতারাও আর এই গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন না।


আরও পড়ুন: Lexus RX India: হাইব্রিড SUV-র দুনিয়ায় সেরা লাক্সারি মডেল নিয়ে এল Lexus, পারফরম্যান্স কেমন ?


Car loan Information:

Calculate Car Loan EMI