Auto: এতদিন ছিল টাটা সেক্সন ইভির নাম (Tata Nexon EV) । এবার ভারতের বাজারে সবথেকে কম দামের ইলেকট্রিক এসইউভি (Electric SUV) আনতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। শীঘ্রই টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV) আনবে কোম্পানি। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। কত দাম হতে পারে গাড়ির ? 


সবথেকে কম দামে পাবেন এই ইভি
Tata Punch EV হবে Tata Motors-এর পরবর্তী বড় লঞ্চ। এই EV নেক্সন EV-এর নীচে ভারতে বিক্রি হওয়া সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক SUV হিসাবে বাজারে নামবে। পাঞ্চ ইভি দুটি ব্যাটারি প্যাক মাপের মাঝারি রেঞ্জ এবং লং রেঞ্জ সহ আসবে। 30kWh ব্যাটারি প্যাক সংস্করণের জন্য লং রেঞ্জ Punch EV-এর প্রত্যাশিত মাইলেজ 325km হতে পারে।




কত পাওয়ার থাকবে এই ইভিতে 
পাঞ্চ ইভি টিয়াগো ইভি এবং টিগোর ইভির একটি SUV বিকল্প হবে। মাঝারি পরিসরের থেকে কিছুটা কম শক্তি থাকবে এই গাড়িতে। পাওয়ারও 125bhp-এর উপরে হবে বলে আশা করা হচ্ছে। পাঞ্চ ইভি নেক্সন ইভির চেয়ে বেশি প্রিমিয়াম হবে। যাতে স্টাইলিং পরিবর্তন সহ একটি EV নির্দিষ্ট গ্রিল ও চাকা থাকবে।  এই চাকায় আরও কিছু সংযোজন রাখতে পারে কোম্পানি। নেক্সন ইভির মত এলইডি হেডল্যাম্প ও একটি সংযুক্ত লাইট বার থাকবে টাটা পাঞ্চ ইভিতে। 


কী কী বৈশিষ্ট্য থাকবে 
এটি আরও বৈশিষ্ট্য সহ পেট্রোল পাঞ্চের চেয়ে একটি বড় টাচস্ক্রিন নিয়ে আসবে। যেখানে এটি আলোকিত লোগো সহ একটি নতুন স্টিয়ারিং হুইলও পেতে পারে।Punch EV-এ সানরুফ, ওয়্যারলেস চার্জিং এবং কানেক্টেড গাড়ি প্রযুক্তির মতো প্রিমিয়াম ফিচার থাকবে। গুরুত্বপূর্ণভাবে এটিই হবে প্রথম Tata EV যার চার্জিং পোর্টের অবস্থান সামনে রাখা হয়েছে। 


কত দাম হতে পারে 
দামের ক্ষেত্রে পাঞ্চ ইভি নেক্সন ইভির নীচে কিন্তু টিগর/টিয়াগো ইভির উপরের বিভাগে রাখা হবে। তবে বাজারে এর প্রতিযোগীদের কথা মাথায় রেখে দামের ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা নেবে কোম্পানি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দামের কথা মাথায় রাখা হবে। Tata ইতিমধ্যেই 25 লক্ষ টাকার নীচে বিভিন্ন অফার সহ ইভি রেসে এগিয়ে রয়েছে। এই মাইক্রো SUV মূলধারার স্তরে আরও বেশি সাশ্রয়ী মূল্যের EV-র নিয়ে আসবে।  সেই দিকে তাকালে আগামী দিনে ইভির দিক ঝুঁকবে আরও ক্রেতা। 


Maruti Suzuki Swift 2024: মারুতি আনছে নতুন সুজুকি সুইফট,কত মাইলেজ, কী বিশেষ থাকবে গাড়িতে ?


 



Car loan Information:

Calculate Car Loan EMI