Auto: উৎসবের মরসুমে নতুন চেহারায় আসতে চলেছে টাটা মোটরসের (Tata Motors) দুই গাড়ি (Tata Cars) । সম্প্রতি কোম্পানির পোর্টফোলিওতে নতুন Nexon আনার পর Tata ভারতীয় বাজারে তার পরবর্তী লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন টাটা সাফারি (Tata Safari Facelift) এবং টাটা হ্যারিয়ার ফেসলিফ্ট (Tata Harrier Facelift) লঞ্চ হতে চলেছে বাজারে। নতুন নেক্সনের (New Nexon) মতো অনেক আপডেট সহ লঞ্চ করা হবে এই দুই এসইউভি(SUV)।
কেমন হবে ডিজাইন
ডিজাইনের ক্ষেত্রে এর বেশির ভাগই ভিন্ন ডিজাইনের সঙ্গে দেখা যাবে। যাতে স্প্লিট হেডল্যাম্প/ডিআরএল ট্রিটমেন্ট সহ সামনের পূর্ণ দৈর্ঘ্যের লাইট বার পাওয়া যাবে। এই গাড়িতে সবচেয়ে বড় পরিবর্তন হল ফুল লেন্থ এলইডি লাইট বার। আমরা বাম্পার ডিজাইনের ক্ষেত্রেও আপডেট আশা করি। এছাড়া নতুন অ্যালয় হুইলের পাশাপাশি সাইড ও রেয়ারেও পরিবর্তন দেখা যাবে। এছাড়া পিছনের দিকে কানেক্টেড LED লাইটও দেখা যাবে এই এসইউভিতে। Tata Motors এই গাড়িগুলিকে নতুন রঙে বাজারে আনতে পারে।
Car: কী কী নতুন বৈশিষ্ট্য
কেবিনের বর্তমান চেহারা বদলে নতুন ডিজিটাল কন্ট্রোলের আকারে টাচ কন্ট্রোল সহ একটি বড় টাচস্ক্রিন সেট-আপ দিয়ে আপডেট করা হবে। এর মধ্যে কিছু পরিবর্তন আমরা ইতিমধ্যেই রেড ডার্ক সাফারি/হ্যারিয়ারে দেখেছি, যার মধ্যে একটি 360 ডিগ্রি ক্যামেরা এবং আরও অনেক কিছু যুক্ত করা রয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেম আরও উন্নত করা হবে। সেন্টার কনসোলে ক্লাইমেট কন্ট্রোল ফিজিক্যাল টগল সুইচের সঙ্গে টাচ কন্ট্রোল থাকবে। এটি ছাড়াও আমরা ইন্টেরিয়রে আরও পরিবর্তন আশা করতে পারি।
ইঞ্জিনে কী কোনও পরিবর্তন হবে
পাওয়ারট্রেনের ক্ষেত্রে কোনও পরিবর্তন দেখা যাবে না। ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় অপশনের সঙ্গে বর্তমান ডিজেল ইঞ্জিন অফারে কোনও পরিবর্তন হবে না। একটি টার্বো পেট্রোলও থাকবে নতুন ফেসলিফ্টে। এই আপডেটগুলির কারণে টাটা সাফারি/হ্যারিয়ার ফেসলিফ্টের দামে সামান্য বৃদ্ধি হতে পারে।
কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
তুন লুক এবং নতুন ফিচারের কারণে টাটার এই ফ্ল্যাগশিপ SUVগুলির আবেদন আরও বাড়বে। দেশের বাজারে নতুন সাফারি/হ্যারিয়ার মাহিন্দ্রা XUV700, MG হেক্টরের মতো এই সেগমেন্টের গাড়িগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই ক্ষেত্রে এই গাড়িগুলি আপডেট না পেলে অনেকটাই পিছিয়ে পড়বে।
Gold Price Today: আজ রাজ্যে বাড়ল কি সোনার দাম ? দোকানে যাওয়ার আগে জেনে নিন রেট
Car loan Information:
Calculate Car Loan EMI