Tata EV: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বাজারে ৫০ শতাংশ অধিকার রয়েছে টাটা মোটরসের। টাটা মোটরস ২০২৫ অর্থবর্ষে মোট দেশের ইভি বিক্রির ৫০ শতাংশ একাই বিক্রি করেছে। এবার এই সংস্থা (Tata Sierra EV) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি টাটা সিয়েরা ইভি। শুধু ইভি বলা ভুল হবে, এই বৈদ্যুতিন ভার্সনের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেল ভার্সনও বাজারে (Tata EV) আনবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে টাটা সিয়েরা ইভিতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারবে।
ডিজাইন ও এক্সটিরিয়র ফিচার্স
২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথম প্রদর্শনী করা হয়েছিল টাটা সিয়েরা ইভির ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। সংবাদসূত্র অনুযায়ী এই গাড়িটি এই বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে। এই গাড়ির ডিজাইনের কথা বলতে হলে এটি কিছুটা আধুনিক এবং প্রিমিয়াম হতে চলেছে। এই এসইউভিতে ব্ল্যাক ফিনিশ রুফলাইন, প্যানরমিক সানরুফ, র্যাপ অ্যারাউন্ড গ্লাস এফেক্ট এবং ফ্লোটিং রুফ রয়েছে। পিছনে ক্যামশেল স্টাইলের একটি টেইলগেট রয়েছে যা স্পষ্ট লুক এনে দেয়। এটিকে অন্য এসইউভির থেকে আলাদা করেছে এই ফিচার্স।
৫০০ কিমিরও বেশি রেঞ্জের দাবি
টাটা সিয়েরার পাওয়ারট্রেনের কথা বলতে হলে এতে দুটি ইঞ্জিন দেওয়া হতে পারে- একটি ১.৫ লিটারের টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন আর অন্যটি ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। একইসঙ্গে এর ইলেকট্রিক ভার্সন দুটি ব্যাটারি প্যাকে বাজারে আসতে পারে। সংবাদসূত্র অনুসারে টাটা সিয়েরা ইভি একবার সম্পূর্ণ চার্জ দিলে যেতে পারবে ৫০০ কিমিরও বেশি রাস্তা। যারা লং ড্রাইভ পছন্দ করেন কিংবা অনেক বেশি রেঞ্জ চান তাদের জন্য উপযুক্ত বিকল্প হবে এই গাড়িটি। তবে ঠিক কবে ভারতের বাজারে এই গাড়িটি আসবে তা এখনও জানায়নি সংস্থা।
এই গাড়িগুলির সঙ্গে হবে প্রতিদ্বন্দ্বিতা
ভারতের বাজারে এর মধ্যেই যে সমস্ত মিড সাইজ এসইউভি রয়েছে, সেগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এই টাটা সিয়েরা। যেমন হুন্ডাই ক্রেটা ২০২৪, কিয়া সেলটোস, হোন্ডা এলিভেট, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা ইত্যাদি। এই সমস্ত এসইউভি তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য অত্যন্ত বিখ্যাত। তাদের নিজস্ব সেগমেন্টে বিশ্বাসযোগ্য ইঞ্জিনের সঙ্গে এগুলি বাজারে ছেয়ে গিয়েছে। গ্রাহকদের মধ্যেও জনপ্রিয়তা বেড়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI