Electric Car: ভারতের বাজারে অনেক দুর্দান্ত গাড়ি পাওয়া যায় এখন, কেউ যদি প্রতিদিনের অফিস যাওয়ার জন্য গাড়ি কিনবেন বলে ঠিক করেন, তাহলে আপনার জন্য সেরা সাশ্রয়ী গাড়ির (Electric Car) বিকল্প এনেছে টাটা। কেউ গাড়ি কেনেন ঘুরতে যাওয়ার জন্য, কেউ গাড়ি কেনেন অফিসের কাজে যাওয়ার জন্য। তবে এখন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পরে (Best Electric Car) গাড়ি রাস্তায় চালানো বেশ ব্যয়বহুল হয়ে গিয়েছে। আর তাই এই অবস্থায় সকলে এমন গাড়ি চায় যা চালাতে খুব বেশি খরচ হবে না। আর এর জন্য সবথেকে ভাল বিকল্প হল বৈদ্যুতিন গাড়ি।

বর্তমানে বৈদ্যুতিন গাড়িই সবথেকে ভাল, কারণ এই ধরনের গাড়িগুলির রানিং কস্ট অনেক কম। অফিসযাত্রীদের জন্য সাশ্রয়ী বিকল্প এনেছে টাটা। তাদের টাটা টিয়াগো ইভিটি এই জন্য দারুণ বিকল্প হতে চলেছে। এর রানিং কস্ট এতটাই কম যে মেট্রোতে যাতায়াতের খরচও এর কাছে অনেক বেশি বলে মনে হবে।

টাটা টিয়াগো ইভির ফিচার্স

টাটা টিয়াগো ইভির এক্স শোরুম দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত যায়। এই গাড়িটি মূলত দুটি ভ্যারিয়ান্টে বাজারে আসে। এর বেস মডেলটি সম্পূর্ণ চার্জে ২৫০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে যেখানে টপ ভ্যারিয়ান্টে এই টাটা টিয়াগোর রেঞ্জ পাওয়া যায় ৩১৫ কিমি পর্যন্ত। টিয়াগো ইভির টপ ভ্যারিয়ান্টে ২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, আপনি যদি মাসে ১৫০০ কিমি. চালান অর্থাৎ দিনে প্রায় ৫০ কিমি গড়ে, তাহলে আপনার মাসিক খরচ হবে ২১৪৫ টাকা। আর এই গাড়িটি যদি বছরে ২০ হাজার কিলোমিটার ভ্রমণ করে, তাহলে এই খরচ হবে ২৮ হাজার টাকা।

কত মাইলেজ দেয় টাটা টিয়াগো

যদি আমরা টাটা টিয়াগো ইভির তুলনা টিয়াগো পেট্রোল ভ্যারিয়ান্টের সঙ্গে করি, তাহলে দেখা যাবে টিয়াগো পেট্রোলে ৩৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাওয়া যায়, আর এই গাড়িটি এক লিটারে তেলে ১৮.৪২ কিমি মাইলেজ দেয়। এর কারণে একটি পূর্ণ ফুয়েল ট্যাঙ্কে রেঞ্জ দেবে প্রায় ৬৪৫ কিমি। তার মানে পেট্রোলের দাম লিটার প্রতি গড়ে ১০০ টাকা হলে এর জন্য খরচ হবে ৩৫০০ টাকা। অর্থাৎ এক কিমি গাড়ি চালাতে খরচ হবে ৫.৪২ টাকা, মাসে ১৫০০ কিমি চালালে মাসিক খরচ হবে ৮১৩০ টাকা।

কীভাবে হবে সাশ্রয়

দুটি গাড়ির তুলনা করলে দেখা যাবে এই টাটা টিয়াগো ইভিটি পেট্রোল ভ্যারিয়ান্টের থেকে বছরে রানিং কস্ট হিসেবে প্রায় ৮০ হাজার টাকা বাঁচাতে পারে। অফিসে যাওয়ার জন্য যদি আপনি কম খরচে গাড়ি কিনতে চান তাহলে টিয়াগো ইভি আপনার জন্য সেরা।


Car loan Information:

Calculate Car Loan EMI