Tesla Cars Price: বহুদিন ধরেই ভারতে টেসলার আসা নিয়ে চর্চা চলছিল। সম্প্রতি আমেরিকায় গিয়ে এলন মাস্কের সঙ্গে মোদির সাক্ষাতের পরেই টেসলার গাড়ি (Tesla Cars) নিয়ে আরও চর্চা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসেই ভারতের বাজারে আসতে চলেছে টেসলার বৈদ্যুতিন গাড়ি। অনুমান ছিল যে টেসলা ভারতে (Tesla EV) এলে এদের দাম ১ কোটি টাকা হবে, তবে এর যা দাম অনুমান করা হয়েছে তা শুনলে অবাক হবেন।
ভারতে টেসলা গাড়ির দাম কত হবে
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ২০২৫ সালের এপ্রিল মাসে টেসলার (Tesla EV) প্রথম বৈদ্যুতিন গাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। বার্লিনের কারখানা থেকে ভারতে এই বৈদ্যুতিন গাড়ি আমদানি করা হবে। ভারতের বাজারে এলন মাস্ক ২৫ হাজার ডলারের কমে টেসলার গাড়ি আনবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম হবে ২১ লাখ টাকার আশেপাশে।
BCD কমানো হয়েছে ৭০ শতাংশে
সূত্র অনুসারে জানা যাচ্ছে, টেসলা সংস্থা দিল্লির অ্যারোসিটি এবং মুম্বইয়ের বিকেসিতে শোরুম খোলার জন্য জায়গা চূড়ান্ত করেছে। এরই মধ্যে টেসলার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। স্টোর ম্যানেজার, সার্ভিস টেকনিশিয়ান, সার্ভিস অ্যাডভাইজরের পদে এই নিয়োগ করা হবে। এবারের বাজেটে ৪০ হাজারের বেশি দামের আমদানিকৃত গাড়ির বেসিক কাস্টম ডিউটি ১০০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৭০ শতাংশ।
সব গাড়ি নির্মাতা সংস্থা চিন্তায়
মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারা ইভিকে ঘিরে মানুষের আশা ছিল যে তা বাজারের সমস্ত ইভিকে ছাপিয়ে যাবে। তবে এলন মাস্কের টেসলা ইভি আসার খবরে চিন্তা বেড়েছে সমস্ত গাড়ি নির্মাতা সংস্থার। মারুতির গ্র্যান্ড ভিতারার দাম হতে পারে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। আর যদি একই দামের মধ্যে পাওয়া যায় টেসলার গাড়ি, তাহলে মানুষ টেসলার দিকেই ঝুঁকে পড়বে বেশি করে।
টেসলা ভারতে পুরনো ব্যাটারির ব্র্যান্ড রিস্টোর করে করেছে, টেসলা পাওয়ার ইন্ডিয়াও সম্প্রতি পুরনো ব্যাটারি মেরামত এবং বিক্রি করার জন্য তার ব্যাটারি ব্র্যান্ড রিস্টোর করেছে। এটি ২০২৬ সালের মধ্যে সারা দেশে রিস্টোর ব্র্যান্ডের ৫০০০ স্টোর খোলার পরিকল্পনা রয়েছে টেসলার।
আরও পড়ুন: Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?
Car loan Information:
Calculate Car Loan EMI