Tesla Elon Musk: এই মাসের শেষ দিকেই ভারতে আসছেন টেসলার সিইও এলন মাস্ক। নিজের এক্স হ্যান্ডলে এমন পোস্ট দিতেই সারা বিশ্ব জুড়ে তোলপাড়। কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এলন মাস্কের ভারতে আসা নিয়ে বিস্তর জল্পনা। এবার তা সত্যি হতে চলেছে। ভারতে এবার তৈরি হবে টেসলার (Tesla India) কারখানা, ভারতের রাস্তায় চলবে টেসলার গাড়ি। সে জন্যেই ভারতে আসবেন এলন মাস্ক। শুরু হবে টেসলার মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট।


কত থাকবে টেসলার গাড়ির দাম


সারা বিশ্ব জুড়ে একই থাকে টেসলার গাড়ির দাম। এর মডেল ৩-এর বেস ভ্যারিয়ান্টের দাম আন্তর্জাতিক বাজারে ৪০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৪ লক্ষ টাকা। জানা যাচ্ছে, এই মডেলেই কিছু অদল-বদল করে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে আনতে পারে টেসলা। তবে ভারত সফরে এসে টেসলার প্রধান এলন মাস্কের কাছ থেকে কিছু শোনার জন্য অপেক্ষায় আছে গাড়িপ্রেমী ভারতীয়রা। ইতিমধ্যে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জল্পনাও উঠেছে তুঙ্গে।


টেসলার গাড়ির দাম কমবে কীভাবে


বাজার বিশ্লেষকদের মতে, ভারতের মধ্যেই যখন টেসলা তাঁর গাড়ির কারখানা তৈরি করবে, তখন এর উপর থেকে আমদানি শুল্ক উঠে যাবে। ফলে আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতে সাশ্রয়ী মূল্যে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য সহ এই মডেলটি আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।


বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, টেসলার এই গাড়িতে বাদ পড়তে পারে সেলফ ড্রাইভিং মোড, যুক্ত হতে পারে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টান্স সিস্টেম লেভেল ২। এই জন্য গাড়ির দাম বেশ কিছুটা কমতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে কিছুই এখনও নিশ্চিত নয়।


কত থাকবে ইভির দাম


ভারতে টেসলা ২০ লক্ষ টাকার রেঞ্জেই গাড়ি তৈরি শুরু করবে বলে আশা করা যাচ্ছে। গাড়ি নির্মাতা সংস্থাগুলি বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি করতে পারে। টেসলা এই গাড়িতে ৫০ হাজার ওয়াটের কম ক্ষমতার একটি ব্যাটারি প্যাক রাখবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের মডেলে যে মোটর থাকে, তাঁর থেকে খানিক কম ক্ষমতার মোটর ও ইঞ্জিন থাকবে এই গাড়িতে।


নতুন ইভি নীতি চালু করেছে ভারত সরকার


আগের মাসেই নতুন ইভি নীতি চালু করেছে ভারত সরকার। গাড়ির আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৫ শতাংশ। ভারত সরকার জানিয়েছে, দেশে ইভি তৈরি শুরু করতে ৪১৫০ কোটি টাকার বিনিয়োগ করতে হবে বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাকে এবং এর তিন বছরের মধ্যেই কারখানা নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে।


আরও পড়ুন: Bike News: ভারতের বাজারে জনপ্রিয় বাইক, এগুলির বিষয়ে জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI