Electric Vehicle: ইলেকট্রিক গাড়ির (Electric Car) ক্ষেত্রে অনেক সুবিধা থাকলেও অন্যতম অসুবিধা হল চার্জ দেওয়া। বিদেশের মাটিতে তবু ইলেকট্রিক গাড়ির চল বেশি বলে সংখ্যায় অনেকটাই বেশি চার্জিং স্টেশন রয়েছে। তবে ভারতে ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টের সংখ্যা যথেষ্টই কম। এমনিতেও সার্বিক ভাবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জ দেওয়ার ব্যাপারেই সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। সম্প্রতি ইউজারদের সুবিধার কথা ভেবেই একটি নতুন ফিচার লঞ্চ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা (Tesla)। আনুষ্ঠানিক ভাবে টেসলা কর্তৃপক্ষ লঞ্চ করেছে ‘Charge on Solar’ ফিচার। সূর্যের আলোতেই ইলেকট্রিক গাড়িতে চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা।
বিভিন্ন রিনিউএবেল এনার্জি, অর্থাৎ যা ব্যবহার করলেও ফুরিয়ে যাবে না, আবার তৈরি করা যাবে, সেই ধরনের শক্তি বা এনার্জি যেমন- সোলার, উইন্ড, হাইড্রোর ব্যবহার ক্রমশ বাড়ছে। সূর্যরশ্মি, বায়ু এবং জল থেকে বর্তমানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এইসব মাধ্যমের সাহায্যে উৎপাদিত অতিরিক্ত শক্তির সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলে চার্জ দেওয়া সম্ভব। আর সেই পথেই হেঁটেছে টেসলা সংস্থা। ব্যাটারিতে এনার্জি স্টোর বা সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও থাকবে বলে শোনা যাচ্ছে। এরপর প্রয়োজন মতো এই শক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ টেসলা গাড়ির মালিকের বাড়িতে যদি সোলার পাওয়ার অর্থাৎ সূর্যরশ্মি থেকে এনার্জি বা শক্তি তৈরির বন্দোবস্ত থাকে তাহলে সেখানে তৈরি হওয়া অতিরিক্ত এনার্জি ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
চলতি বছরের শুরুতেই টেসলা মোবাইল অ্যাপে এই ফিচারের আপডেট দেখা গিয়েছিল। এবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ফিচার। তবে বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে টেসলা মোবাইল অ্যাপের মাধ্যমে। যদিও এর জন্য সোলার প্ল্যান্টের পাশাপাশি টেসলা হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকাও প্রয়োজন।
| Hardware | Software |
|---|---|
| Model S, Model 3, Model X or Model Y | 2023.26 or Higher |
| Powerwall with solar on site | 23.12.10 or Higher |
| Tesla app | 4.22.5 or Higher |
টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, টেসলা সোলার সিস্টেম থেকে উৎপন্ন অতিরিক্ত সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়া যাবে। টেসলা অ্যাপের মাধ্যমে চার্জিং লিমিট সেট করা যাবে। এছাড়াও শিডিউল করার ফিচারও রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর চার্জিং বন্ধ হয়ে যাবে। তবে তার জন্য আপনাকে জানতে হবে কোন নির্দিষ্ট সময়ের পর ইলেকট্রিক ভেহিকেলে এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে।
আরও পড়ুন- রেঞ্জ রোভার ডিফেন্ডারকে হার মানায় ! হুন্ডাই সান্তা ফে-র ছবি প্রকাশ্যে
Car loan Information:
Calculate Car Loan EMI