Electric Bike: এবার ইলেকট্রিক বাইক (Electric Bike) লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সংস্থা। বছর দুয়েকের মধ্যেই বাজারে আসবে এই ইলেকট্রিক বাইক। সম্প্রতি এই তথ্যই প্রকাশ্যে এসেছে। এই প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ। Eicher Motor সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল জানিয়েছেন গ্লোবাল মার্কেটের পাশাপাশি দেশীয় বাজারেও রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করা হবে। ২ বছরের মধ্যে এই অত্যাধুনিক বাইক লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট কোনও তারিখ বা সময়কালের আভাস পাওয়া যায়নি। 


তামিলনাড়ুর Cheyyar- এর নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাইক তৈরি শুরুর আগে এক থেকে দেড় লক্ষ ইলেকট্রিক বাইক বাজারে লঞ্চ করতে উদ্যোগী হয়েছে রয়্যাল এনফিল্ড সংস্থা। বর্তমানে যেখানে বাইক নির্মাণ হয় সেই ইউনিট থেকেই এই পরিমাণ বাইক লঞ্চের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ইতিমধ্যেই দেশে একাধিক সংস্থা তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। বেশ কিছু ইলেকট্রিক বাইকও লঞ্চ হয়েছে দেশে। এবার লঞ্চ হতে চলেছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক। 


রয়্যাল এনফিল্ড সংস্থার সিইও বি গোবিন্দরাজব জানিয়েছেন, ইলেকট্রিক বাইক নির্মাণ এবং লঞ্চের জন্য পুরোদমে প্রস্তুত সংস্থা। ব্যাপক হারে বিনিয়োগও করা হচ্ছে। চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। কোথা থেকে কী ধরনের যন্ত্রাংশ আমদানি করা হবে, কোন সংস্থা বাইকের কোন বিশেষ যন্ত্রাংশ নির্মাণ করবে এইসব নিয়েও চলছে আলোচনা। রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকের জন্য মোটোর, কন্ট্রোলার, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম- এইসব বিষয়ে কাদের সাহায্য নেওয়া হবে তা নিয়েও চলছে পর্যালোচনা। সিইও গোবিন্দরাজনের কথায় তাদের সংস্থা নতুন পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতির মধ্যে রয়েছে বর্তমানে। জোরকদমে চালু রয়েছে কাজ। 


Royal Enfield এবং Eicher Motors- এই দুই সংস্থা একত্রিত হয়েছে বাজারে আনতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। এক্ষেত্রে উল্লেখ্য হল, বাজাজ অটো,টিভিএস মোটোর- এইসব সংস্থাও ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের দিকে ঝুঁকেছে। ফলে দু'চাকার যানের ক্ষেত্রে বাড়ছে প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, সেই কারণেই হয়তো এবার ইলেকট্রিক বাইক নির্মাণে ব্যাপারে উঠেপড়ে লেগেছে রয়্যাল এনফিল্ড সংস্থা। কোমর বেঁধে নেমেছে সংস্থা। পুঁজির পাশাপাশি উন্নত ভাবনাচিন্তা, কোনও কিছুতেই খামতি রাখছে না কর্তৃপক্ষ। প্রতিবারের মতোই গ্রাহকদের সেরা প্রোডাক্ট উপহার দেওয়ার লক্ষ্যমাত্রাই রেখেছে রয়্যাল এনফিল্ড সংস্থা। 


আরও পড়ুন- হোন্ডার গাড়িতে বিশাল ছাড় , এই মডেলগুলিতে পাবেন সুযোগ


Car loan Information:

Calculate Car Loan EMI