Microlino EV: দেখতে টাটা ন্যানোর (Tata Nano) থেকে ছোট। এই গাড়ি ঘিরে উৎসাহ বাড়ছে বিশ্বে। নজরকাড়া চেহারা ও দূষণমুক্ত গাড়ি হওয়ার কারণে বিশ্ববাজারে চাহিদা বাড়ছে এই ইলেকট্রিক গাড়ির (Electric Car)। ইউরোপের বাজারে ইতিমধ্য়েই কৌতূহল বাড়াচ্ছে Microlino EV। 


EV Microlino Car: বেড়েই চলেছে এর বুকিং, এবার ফ্রান্সে গাড়ি 
ছোট সাধারণ গাড়ির মতো দেখতে হলেও এটি একটি চার চাকার বৈদ্যুতিক গাড়ি। রিপোর্ট বলছে, গাড়িটি আনুষ্ঠানিকভাবে ইতিমধ্য়েই বাজারে এসেছে। এবার ফ্রান্সে পাওয়া যাবে এই গাড়ি। 


এই কোয়াড্রিসাইকেলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির LSV বিভাগের আদলেই তৈরি করা হয়েছে। তবুও ইউরোপে অনেক বেশি গতিতে এই গাড়ি চালানোর অনুমতি রয়েছে।  মূলত, প্রচলিত গাড়ির তুলনায় অনেকটা সহজেই চালানো যায় এই কোয়াড্রিসাইকেল। ট্রাফিক আইনের বিধিনিষেধ অনেক কম। পাশাপাশি ইউরোপের মতো জায়গায় কম খরচে চালানো যায় এই গাড়ি। সাশ্রয়ী হওয়ায় এই গাড়ি বেছে নিচ্ছে চালকরা।


Microlino Electric Car: বাইক না গাড়ি মাইক্রোলিনো ?
মাইক্রোলিনো একটি সুইস ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি। এটি একটি গাড়ির মতো মনে হলেও আদতে একে গাড়ি ও মোটরবাইকের মাঝখানে রাখা চলে। গাড়ির তুলনায় গাড়িটি অনেক ছোট দেখতে। দেখে মনেই হতে পারে, বাইকের ওপর কেউ গাড়ির আচ্ছাদন দিয়ে দিযেছে। তবে এই ছোট গাড়ির মধ্যেও পাবেন স্টোরেজ অপশন। এই ইলেকট্রিক গাড়িতে দু'জন বসার জায়গা রয়েছে। গাড়িতে এরপরেও পাবেন ২৩০ লিটারের বুটস্পেস। 




EV Microlino Car: কত রেঞ্জ দেয় গাড়ি ?
এই গাড়ির ওজন মাত্র ৫৩৫ কেজি। মজার বিষয় হল ঘণ্টায় ৯০ কিমি গতিতে চলতে পারে এই গাড়ি। এর বেস মডেলের রেঞ্জ ১১৫ কিলোমিটার। কোম্পানির মতে, এক চার্জে গাড়িটি প্রায় এক সপ্তাহ শহরে চলাচল করতে পারে।


Microlino Electric Car: আসলে চার চাকার সাইকেল ?
মাইক্রোলিনো হল ইউরোপের একটি ক্লাস L7e যান, যার অর্থ হল এটি টেকনিক্যালি একটি চার চাকার সাইকেল। যদিও এটি ডিজাইন করা হয়েছে একটি কমপ্যাক্ট গাড়ির মতো। এতে একটি ইউনিবডি চ্যাসি, ছোট ব্যাটারি ও নামমাত্র কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। এর ৯০ শতাংশ উপাদান ইউরোপে তৈরি।


এই কোয়াড্রিসাইকেলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির LSV বিভাগের আদলেই তৈরি করা হয়েছে। তবুও ইউরোপে অনেক বেশি গতিতে এই গাড়ি চালানোর অনুমতি রয়েছে।  মূলত, প্রচলিত গাড়ির তুলনায় অনেকটা সহজেই চালানো যায় এই কোয়াড্রিসাইকেল। ট্রাফিক আইনের বিধিনিষেধ অনেক কম। পাশাপাশি ইউরোপের মতো জায়গায় কম খরচে চালানো যায় এই গাড়ি। সাশ্রয়ী হওয়ায় এই গাড়ি বেছে নিচ্ছে চালকরা। প্রায় 17,900 পাউন্ড খরচ করলেই পাওয়া যাবে এই গাড়ি। 


আরও পড়ুন Celebrities Cars: তারকারা চালান এই বিলাসবহুল এসইউভি, দেখুন কার কোন গাড়ি ?


Car loan Information:

Calculate Car Loan EMI