আপনি যদি এখন একটি নতুন বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে এখনই উপযুক্ত সময়। কারণ আর কয়েকদিন পর থেকেই জিএসটি হার কমে যাবে দেশে। আর এই জিএসটি হ্রাসের ফলে সমস্ত বিলাসবহুল গাড়ির দামও কমে যাবে হু হু করে। আর সমস্ত বিলাসবহুল গাড়ি নির্মাতারা এর ফলে সস্তায় গাড়ি কেনার সুযোগ করে দেবে ক্রেতাদের।
যেমন মার্সিডিজ এস ক্লাসের দাম ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে যেখানে জিএসএল এসইউভির দাম প্রায় ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে। জিএলই-র দাম প্রায় ৬-৮ লক্ষ টাকা কমে গিয়েছে। জনপ্রিয় ই-ক্লাসের দাম কমেছে ৫ লক্ষ টাকারও বেশি।
বিএমডব্লিউর ক্ষেত্রেও বড় ও দামি গাড়িগুলির দাম কমানো হয়েছে ব্যাপক হারে। এক্স ফাইভ ও এক্স সেভেনের দাম ৭ লক্ষ টাকা ও ৯ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে। ৫ সিরিজের এলডব্লিউবির দাম ৪ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে।
দাম কমেছে অডিরও। বিলাসবহুল এই গাড়ি অনেকেরই স্বপ্ন। অডির কিউ৮ এসইউভির দাম ৮ লক্ষ টাকা কমিয়েছে সংস্থা। আর কিউ৭ মডেলের দাম ৬ লক্ষ টাকারও বেশি সস্তা হয়েছে, কিউ৫-এর দাম ৪.৫ লক্ষ টাকা কমানো হয়েছে। ল্যান্ড রোভারের ক্ষেত্রে সাড়ে ৪ লক্ষ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বড় ছাড় রয়েছে। রেঞ্জ রোভারের ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে গাড়ির দামে। ডিফেন্ডার গাড়ির দামও ৭ লক্ষ থেকে ১৮.৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।
ভলভো সংস্থা তাদের নতুন এক্সসি৬০ গাড়ির দাম ৪.৭৯ লক্ষ টাকা কমিয়েছে এবং নতুন এক্সসি৯০ গাড়ির দাম ৭ লক্ষ টাকা সস্তা করেছে। এই দাম কমানোর ফলে চাহিদা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আর গাড়িগুলির বিক্রিও লাফিয়ে বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজারে এখন বিলাসবহুল এসইউভি গাড়ির চাহিদা অনেক বেশি। আর দামি গাড়িগুলির দাম সবথেকে বেশি কমানো হয়েছে।
টাটার গাড়ির দামও কমেছে জিএসটি হ্রাসের ফলে। প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কমানো হয়েছে বিভিন্ন মডেলের দাম। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে এই নতুন দাম। টাটা টিয়াগো, টাটা আলট্রোজ, টাটা পাঞ্চ ইত্যাদি গাড়ির দাম কমবে আগামী ২২ তারিখ থেকেই। অন্যদিকে মারুতির ওয়াগন আর মডেলের দামও ৬০ হাজার টাকা কমে যাবে বলে জানা গিয়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI