Car News: যে কোনো গ্রাহকই চায় সাশ্রয়ী মূল্যে একটি গাড়ি কিনতে, শুধু যে গাড়ির দাম কম হবে এমনটা নয়। গাড়ির রানিং কস্টও (Car News) কম হলে অনেক সুবিধে হয় মধ্যবিত্ত গ্রাহকদের। অর্থাৎ ভাল মাইলেজের গাড়ি পেলে খুব আরামে চালাতে পারেন তারা। ভারতের গাড়ির বাজার (Affordable Cars) ক্রমেই অনেক উন্নত হয়ে উঠেছে। এই বাজারে এমন বেশ কিছু সস্তার গাড়ি রয়েছে যেগুলিতে দারুণ মাইলেজ পাওয়া যায়। আর এমন কিছু গাড়ি আছে যার দাম ৫ লাখেরও কম। কোন কোন মডেল দেখে নিন এখানে।


Maruti Suzuki Alto K10


মারুতি সুজুকি অল্টো কে১০ এই দেশের অন্যতম বেস্টসেলারগুলির মধ্যে একটি। এই গাড়িতে রয়েছে ১ লিটারের ডুয়াল জেট পেট্রোল ইঞ্জিন। ৬৭ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে এই গাড়ি। এতে রয়েছে ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন বা একটি অটোমেটিক ৫ স্পিডের এএমটি ট্রান্সমিশনের বিকল্প। এর সঙ্গে অল্টো কে১০ সিএনজি সংস্করণও পাওয়া যাচ্ছে বাজারে। আইডল ইঞ্জিন স্টার্ট স্টপ টেকনোলজি পাবেন এই গাড়িতে। এর এক্স শোরুম দাম রয়েছে ৩.৯৯ লক্ষ টাকা।


Maruti Suzuki Celerio


এই তালিকায় দ্বিতীয় গাড়িটি হল মারুতি সুজুকি সেলেরিও। সস্তার গাড়িগুলির মধ্যে এটি অন্যতম একটি বিকল্প। এতে রয়েছে ১ লিটারের পেট্রোল ইঞ্জিন যা কিনা আগের গাড়ির মতই ৬৭ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সেলেরিওর দাম শুরু হচ্ছে ভারতের বাজারে ৫ লাখ ৩৬ হাজার টাকা থেকে। এই গাড়ির মোট ৪টি ভ্যারিয়ান্ট পাওয়া যায় বাজারে।


Tata Tiago


এই টাটা টিয়াগো আপনার বাজেটে একেবারে ফিট হতে পারে। এই টাটার গাড়িতে রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন, যাতে ৮৬ বিএইচপি শক্তি ও ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এই গাড়িতে আপনি সিএনজি পাওয়ারট্রেনের সুবিধেও পাবেন। টাটা টিয়াগোর দাম শুরু হচ্ছে ৪ লাখ ৯ হাজার টাকা থেকে।


Maruti Suzuki S-presso


মারুতি সুজুকির এই গাড়িটি আরেকটি সাশ্রয়ী মডেল যার এক্স শোরুম দাম রয়েছে ৪.২৬ লাখ টাকা। অল্টো কে১০ ইঞ্জিন এই গাড়িতেও পাওয়া যাবে। এই গাড়ির বেস ভ্যারিয়ান্টের দাম শুরু হচ্ছে ৫ লাখ টাকার কমেই। এস প্রেসোতে রয়েছে ১ লিটার পেট্রোল ইঞ্জিন যা ৬৮ পিএস শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন করে।


আরও পড়ুন: New Year Gift: বড় দিনে রয়্যাল এনফিল্ড, টিয়াগো উপহার ! এই কোম্পানি দিচ্ছে গিফট. কতজন পাবেন জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI