Toyota Car Price: নতুন অর্থবর্ষের শুরুতেই গাড়ির দাম বাড়াল এই কোম্পানি। অনেক গাড়ি প্রস্তুতকারক সংস্থা এই মাসে অনেকগুলি নতুন গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এরকমই একটি বড় গাড়ি উৎপাদনকারী কোম্পানির নাম টয়োটা কিরলোস্কার মোটর (TKM)। এই নিয়ে সংস্থাটি 2024 সালে দ্বিতীয়বার দাম বাড়াল।


টয়োটা কির্লোস্কার মোটর (TKM) দাম বাড়িয়েছে
Toyota Kirloskar Motor-এর ভারতীয় বাজারে 11টি মডেল পাওয়া যায়। এর মধ্যে রয়েছে গ্লানজা, রুমিওন, হাইক্রস, ভেলফায়ার, ফরচুনার, লিজেন্ডার, আরবান ক্রুজার হাইরাইডার, ল্যান্ড ক্রুজার, হিলাক্স এবং ইনোভা ক্রিস্টা। টয়োটা তাদের মডেলের দাম প্রায় ১ শতাংশ বাড়িয়েছে। একইসঙ্গে, অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি আগামী মাসের মধ্যে তাদের গাড়ির দাম বাড়াতে পারে। Honda এবং Kia গাড়ির দামও বাড়তে পারে।


টয়োটা গাড়ির দাম বাড়ার কারণ কী?
টয়োটা কির্লোস্কার মোটরও এই গাড়িগুলির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করেছে। সংস্থাটি জানিয়েছে, ইনপুট খরচ ও অপারেশনাল কস্ট বেড়েছে, যে কারণে টয়োটাকে তাদের গাড়ির দাম বাড়াতে হয়েছে।


লঞ্চের জন্য প্রস্তুত টয়োটার নতুন গাড়ি
টয়োটার নতুন মডেল Tazer ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 3 এপ্রিল। টয়োটা তার নতুন 4-মিটার SUV নিয়ে আসছে। এই SUVটি Maruti Suzuki Frontx প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। টয়োটার এই মডেলে মারুতি ফ্রন্টের মতো শিট মেটাল ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে 1.2-লিটার টার্বো ইঞ্জিন দেওয়া হচ্ছে। টয়োটা লাইন-আপে এটিই হতে পারে প্রথম পেট্রোল মোটর। এর সিএনজি এবং হাইব্রিড মডেলও বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।


Renault Motor India: আগামী বছরের মধ্যেই আসছে এই চার নতুন গাড়ি (New Cars)। সম্প্রতি এই গ্র্যান্ড এন্ট্রির বিষয়ে নিশ্চিত করেছে  Nissan ও  Renault । কোম্পানির তরফে জানানো হয়েছে,এর মধ্যে দুটি পাঁচ আসনের SUV থাকবে। যাদের আবার  7-সিটার মডেলও আনবে কোম্পানি।।


রেনোঁ ডাস্টার,নিসানের এই এসইউভিগুলির প্লাটফর্ম
এই দুটি আসন্ন মাঝারি আকারের SUV-এর একটি টিজার ধারণা আকারে প্রকাশ করা হয়েছে। এসইউভিগুলি রেনোঁ-নিসান জোটের মডুলার কার। এই গাড়িগুলি দেশে CMF-B প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা রেনোঁর ব্র্যান্ড Dacia-র গ্লোবাল মডেলের থেকে অনুপ্রাণিত হতে পারে। মনে করা হচ্ছে, CMF-B-ভিত্তিক 5-সিটার SUV 'ডাস্টার' নেমপ্লেট বদলে বাজারে লঞ্চ করা হতে পারে। নতুন প্রজন্মের রেনোঁ ডাস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে।


Upcoming SUVs: ভারতে আসছে চারটি নতুন গাড়ি, পাঁচ ও সাত আসনে হবে গ্র্য়ান্ড এন্ট্রি


Car loan Information:

Calculate Car Loan EMI