কলকাতা: নতুন গাড়ি প্রকাশ্যে আনল টয়োটা (Toyota)। নতুন এই গাড়ির নাম Hilux Pick-up. নয়া এই গাড়িটি হাইব্রিড (Mild Hybrid Set-up) সেটআপের। এমন কাজ গাড়ি প্রস্ততকারক সংস্থার ডিজেলচালিত এসইউভির ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। নয়া এই গাড়ির নাম Hilux MHEV, এটিতে রয়েছে ২.৮ লিটার ডিজেল ইঞ্জিন এবং তারসঙ্গেই রয়েছে ছোট্ট একটি হাইব্রিড সিস্টেম। 


এটি ৪৮ ভোল্ট মাইল্ড হাইব্রিড সিস্টেমের। এই পদ্ধতি fuel efficiency বা মাইলেজ বৃদ্ধি পাবে।  পাশাপাশি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আরও ভাল হবে।


Hilux MHEV- এ একটি ছোট ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গেই একটি মোটর রয়েছে, যা টর্ক অ্যাসিস্ট করবে। পাশাপাশি মাইলেজও বাড়বে। গাড়ি প্রস্তুতকারক সংস্থার দাবি, সাধারণ ডিজেল ইঞ্জিনের তুলনায় ১০ শতাংশ মাইলেজ (Mileage) বৃদ্ধি পাবে এর জন্য।


 Hilux-এর অফ রোডিংয়ের ক্ষমতা একইরকম থাকছে এই গাড়ির। গাড়ি প্রস্তুতকারক সংস্থা Toyota জানাচ্ছে,  Hilux mild hybrid জলের মধ্যেও চালানো যাবে। ৭০০ মিলিমিটার গভীর জমা জলের (wading depth of 700 mm) মধ্য়ে দিয়ে চলছে এই Toyota  Hilux MHEV. 


মনে করা হচ্ছে, যেভাবে যে প্রযুক্তিতে এই হাইব্রিড গাড়িটি তৈরি হয়েছে, তাতে এই ডিজেল ইঞ্জিন আরও কর্মক্ষম হবে। এই Toyota Hilux mild hybrid গাড়িটি সারা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বাজারে বিক্রি করা হবে। ভারতের ক্ষেত্রে গাড়িটি আসবে না। কিন্তু এই ইঞ্জিন পাবেন গাড়ি উৎসাহীরা। ভারতের বাজারে Toyota Fortuner-এর সঙ্গে এই ইঞ্জিন আসবে।  এখানে Hilux এবং Fortuner  দুটোই তৈরি হবে। ইঞ্জিনের দিকে নজর দেওয়া হবে, দুটোর ইঞ্জিনই mild hybrid অপশন পাবে। বিশ্ববাজারে


দূষণ নিয়ন্ত্রণ করা এবং গাড়ির কার্যক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিশ্ববাজারে কাজ চলছে। এক্ষেত্রেও সেই লক্ষ্যে কাজ হবে।  


শুধু Hilux নয়, এরপর MHEV প্রযুক্তি ব্যবহার করা হবে Fortuner-এর জন্যও। বিশ্ববাজারে  Fortuner-এর জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে। কিন্তু মনে হচ্ছে, ভারতের ক্ষেত্রে  বিষয়টি উল্টো হবে। আগে Fortuner-এর জন্য আসবে এই প্রযুক্তি, পরে আসবে Hilux-এর জন্য। যেহেতু ভারতে অনেক বেশি পরিমাণে Fortuner-বিক্রি হয়। 


এখন ভারতে ডিজেল ইঞ্জিনের দূষণ নিয়ে কড়াকড়ি রয়েছে, সেই সংক্রান্ত নিয়ম নিয়ে খুব কড়াকড়ি হয়েছে। ফলে ডিজেল ইঞ্জিন এবং বড় এসইউভি-র ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে ইঞ্জিনে mild hybrid- কতটা জোড়া যাচ্ছে তার উপর। এই প্রযুক্তির কারণে ডিজেল ইঞ্জিনের কর্মক্ষমতাও বাড়বে।  


টয়োটার তরফ থেকে খুব বেশি তথ্য শেয়ার করা হয়নি। কিন্তু Toyota Hilux Mild Hybrid-এর বিষয়ে আরও তথ্য শীঘ্রই সামনে আসবে।  

আরও পড়ুন: ফোন কেনার সময় নজরে থাকুক ব্যাটারি, ৬০০০ এমএএইচ ব্যাটারির কোন কোন ফোন কিনতে পারবেন ভারতে?


Car loan Information:

Calculate Car Loan EMI