Innova Cars: ইনোভা ক্রিস্টার থেকেও প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে টয়োটার এই নতুন গাড়ি। সম্প্রতি ভারতে ইনোভা হাইক্রসের আনুষ্ঠানিক উন্মোচন সেরেছে কোম্পানি। সম্ভবত ২০২৩ সালের জানুয়ারিতেই দেশের রাাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি।
Toyota Innova Hycross: এই গাড়ি ঘিরে দারুণ কৌতূহল
ইতিমধ্যেই ইনোভা হাইক্রসের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। গাড়ি নির্মাতারা জানিয়েছেন, এমপিভি বিভাগে ইনোভা ক্রিস্টা ছাড়াও হাইক্রস একই সঙ্গে বিক্রি হবে। ক্রিস্টা সীমিত বাজেটের ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে আগেই। এবার আরও বেশি প্রিমিয়াম এসইউভি হিসাবে বাজারে এল হাইক্রস।
Innova Cars: ডিজেল ভেরিয়েন্ট থাকছে গাড়ির ?
আপাতত টয়োটা ইনোভা ক্রিস্টা-র ভেরিয়েন্টের তালিকা নতুন করে ঘোষণা করতে পারে। কারণ ইতিমধ্যেই কোম্পানি ডিজেল ভেরিয়েন্টের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। বর্তমানে কেবল ক্রিস্টার MPV-র পেট্রল ভেরিয়েন্টগুলি বিক্রির জন্য পাওয়া যাচ্ছে। বহু বছর ধরেই ক্রিস্টার ডিজেল + রেয়ার-হুইল ড্রাইভ ভেরিয়েন্টটি ফ্লিট অপারেটরদের মধ্যে জনপ্রিয় হয়েছে। অটো ব্লগালদের ধারণা, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ইনোভা হাইক্রস ক্রিস্টার তুলনায় আরও সাশ্রয়ী হবে।
Toyota Innova Hycross: কী ইঞ্জিন রয়েছে গাড়িতে ?
ইনোভা হাইক্রস একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত একটি ২ লিটার পেটরোল ইঞ্জিনে চলে। যা 186PS ও 187Nm টর্ক উত্পাদন করে। একই ইঞ্জিন সহ একটি নন-হাইব্রিড মডেলও পাওয়া যায় এতে। যা 174PS ও 205Nm টর্ক তৈরি করে। আগেরটি একটি ই-সিভিটির সঙ্গে যুক্ত থাকে। আর পরবর্তীটি একটি সিভিটি-র সঙ্গে যুক্ত। নতুন ইনোভা হল একটি ফ্রন্ট-হুইল-ড্রাইভ মনোকোক MPV। টয়োটা তার শক্তিশালী-হাইব্রিড পাওয়ারট্রেনের জন্য পুরো ট্যাঙ্কে 1,097 কিমি রেঞ্জ সহ 21.1kmpl এর মাইলেজ দিতে পারে। এটি 9.5 সেকেন্ডে 0-100kmph গতি তুলতে সক্ষম।
Toyota Innova Hycross Price: কী দাম হতে পারে গাড়ির ?
টয়োটা ইনোভা হাইক্রসের দাম শুরু হচ্ছে ২০ লক্ষ টাকা থেকে। যা আরও একটি ভেরিয়েন্টে অফার করে। ইনোভা হাইক্রসের বেস মডেল ২০ লাখ টাকা থেকে শুরু হলেও টয়োটা ইনোভা হাইক্রসের টপ ভ্যারিয়েন্ট যার দাম ৩০ লাখ টাকার বেশি হতে পারে।
Toyota Innova Hycross: কী বৈশিষ্ট্য় থাকছে গাড়িতে ?
নতুন ইনোভার এই গাড়িতে একটি ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, টুইন ১০ ইঞ্চি পিছনের প্যাসেঞ্জার ডিসপ্লে, একটি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও বায়ু নিয়ন্ত্রিত সামনের আসন রয়েছে। এটি একটি প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জিং ও একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও সংযুক্ত গাড়ি প্রযুক্তি পায়।
Car loan Information:
Calculate Car Loan EMI