Toyota Urban Cruiser EV : একেবারে নজরকাড়া ইভি নিয়ে এল টয়োটা। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোর প্রথম দিনে বহুল প্রতীক্ষিত টয়োটা আরবান ক্রুজার ইভি প্রকাশ্য়ে এল। Toyota-এর এই EV শীঘ্রই ভারতে লঞ্চ হবে। টয়োটার এই ইভিটি একই প্ল্যাটফর্মে প্রস্তুত করা হয়েছে, যেখানে মারুতি ই ভিটারা ডিজাইন করা হয়েছে।
টয়োটা আরবান ক্রুজার ইভির বৈশিষ্ট্যমারুতি ভিটারা ইলেকট্রিক ভারতে লঞ্চ করার পরই টয়োটা ভারতের বাজারে এই মডেলটি লঞ্চ করতে পারে। Maruti Suzuki E-Vitara ভিত্তিক এই SUV-তে মূলত SUV-এর মতো অনেক ফিচার রয়েছে। তবে গাড়িটিতে নতুন ডিজাইনের এলইডি ডেটাইম রানিং লাইট, হেডল্যাম্প, অ্যালয় হুইলস এবং মডিফাইড রেয়ার প্রোফাইল দেওয়া হয়েছে।
আরও এই বৈশিষ্ট্যএর সঙ্গে আপনি গাড়িতে পাবেন কানেক্টেড অ্যাপ, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেকট্রিক পার্কিং ব্রেক, সানরুফ এবং জেবিএল সাউন্ড সিস্টেম। এর সুরক্ষা বৈশিষ্ট্য হিসাবে আরবান ক্রুজার ইলেকট্রিকটিতে একটি 360-ডিগ্রি ক্যামেরা এবং ADAS বৈশিষ্ট্য রয়েছে। ADAS চাড়াও এতে পাবেন ক্রুজ নিয়ন্ত্রণ, লেন অ্যালার্ট ও লেন-কিপ অ্যাসিস্ট ।
টয়োটা আরবান ক্রুজার ইভির পাওয়ারট্রেনToyota Urban Cruiser EV-তে দুটি পাওয়ারট্রেন কনফিগারেশন পাওয়া যাবে। ঠিক যেমন মারুতি সুজুকি ই-ভিটারা দেওয়া হয়েছে। এই SUV 49kWh এবং 61kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন ফসফেট সেলের ব্যাটারি প্যাক অপশনের সঙ্গে পাওয়া যাবে৷ ছোট ব্যাটারি সহ সামনের এক্সেল-মাউন্ট করা বৈদ্যুতিক মোটর 144hp শক্তি এবং 189Nm টর্ক জেনারেট করতে সক্ষম এই গাড়ি। যেখানে বড় ব্যাটারি ভেরিয়েন্টের মোটর 174hp শক্তি ও 189Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
বাজারে কোন গাড়ির সঙ্গে হবে প্রতিযোগিতা ?Toyota Urban Cruiser EV ইন্ডিয়া মোবিলিটি শো 2025-এ প্রদর্শিত হবে। এই বছরের শেষ নাগাদ ভারতীয় বাজারে আনা হতে পারে এই গাড়ি। ভারতীয় বাজারে এই ইভি টাটা কার্ভ, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক এবং মাহিন্দ্রা BE 6-কে কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI