Triumph Speed T4 Bike: ভারতে স্পোর্টস বাইকের জন্য একটা আলাদাই চাহিদা ও উন্মাদনা রয়েছে। আপনিও যদি এই বছর কোনো একটি স্পোর্টস বাইক দারুণ লুকের কিনতে চান বা পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় বিকল্প (Triumph Speed T4 Bike) হতে পারে ট্রায়াম্ফ স্পিড টি৪। এই বাইকে এখন মিলছে বিপুল ছাড়ের সুযোগ, দাম কমে গিয়েছে অনেকটাই। ফলে এই সুযোগে সস্তায় এই বাইক কিনে নিতে পারেন আপনিও। ১৮ হাজার টাকা ছাড় (Bike Discount) মিলছে ট্রায়াম্ফের এই স্পোর্টস বাইকে। কী ফিচার্স ?

ট্রায়াম্ফ বাইকের দাম কত

এই ট্রায়াম্ফ স্পোর্টস বাইকের আগের এক্স শোরুম দাম ছিল ২.১৭ লক্ষ টাকা। এখন এর দাম এক ধাক্কায় ১৮ হাজার টাকা কমে গিয়েছে।

কী কী ফিচার্স পাবেন আপনি

ট্রায়াম্ফ স্পিড টি৪ বাইকটিতে আপনি অ্যালয় হুইল, গোল হেডলাইট, সিঙ্গল পিস সিট, ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখন বাজারে এই বাইকের মোট ৩টি রঙের ভ্যারিয়ান্ট উপলব্ধ রয়ছে। এর মধ্যে আছে মেটালিক হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং ককটেল রেড ওয়াইন। স্পিড টি৪ বাইকের হ্যান্ডলবারের দৈর্ঘ্য ৮২৭ মিমি। এতে আপনি রাইড বাই ওয়্যার থ্রটল, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মত অনেক ফিচার্স পেয়ে যাবেন।

ট্রায়াম্ফ স্পিড টি৪-এ স্টিলের ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে। এতে বাইকটি অনেক বেশি টেকসই এবং নিয়ন্ত্রণাধীন থাকবে। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সাসপেনশন ও মনোশক রিয়ার সাসপেনশন রয়েছে। এর সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের সুবিধে রয়েছে।

 

ভারতে কোন বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে

ভারতের বাজারে ট্রায়াম্ফ স্পিড টি৪ বাইকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হল রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০। আপনি যদি একটি স্টাইলিশ মসৃণ ও আরামদায়ক রাইড চান তাহলে এই বাইকটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে।

পাওয়ারট্রেনের কথা বলতে গেলে এই বাইকে ৩৯৯ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। এতে সর্বোচ্চ ৩০.৬ বিএইপি শক্তি উৎপন্ন হয় ৭০০ আরপিএমে এবং ৫০০০ আরপিএমে সর্বোচ্চ টর্ক উৎপন্ন হয় ৩৬ এনএম। এই ইউনিটে রয়েছে ৬ স্পিডের গিয়ার বক্স, প্রতি রাইডে যেখানে স্মুদ গিয়ার শিফট আছে।

আরও পড়ুন: Sanjay Dutt: মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি তাঁর নামে লিখে দিয়েছেন ! মহিলা অনুরাগীর কাণ্ডে কী করলেন 'সঞ্জুবাবা' ?


Car loan Information:

Calculate Car Loan EMI