World's First CNG Scooter: আর কয়েকদিন পরেই বাজারে আসবে এই সেরা স্কুটার। আগের বছরই ভারত সহ বেশ কিছু দেশে লঞ্চ হয়েছিল বিশ্বের প্রথম সিএনজি বাইক, আর এবার বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার (CNG Scooter)। এই বছর জানুয়ারি মাসে দিল্লিতে আয়োজিত অটো এক্সপোতে বেশ কিছু বাইক ও স্কুটারের প্রদর্শনী করেছিল টিভিএস সংস্থা। এর মধ্যেই ছিল টিভিএসের জুপিটার সিএনজি স্কুটারও (TVS Jupiter)। এটিই হতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার। অনুমান করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার।


১ কেজি সিএনজিতে এই স্কুটারে কত দূর যাওয়া যাবে ?


টিভিএস জুপিটার সিএনজি বিশ্বের প্রথম সিএনজি স্কুটার হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে ১ টাকারও কম খরচ হবে। সিটের নিচের স্টোরেজে এই স্কুটারে রাখা হয়েছে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক। আর এই স্কুটারে ১ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৮৪ কিমি রাস্তা। আর ফুলট্যাঙ্ক সিএনজি ভরানো থাকলে এই টিভিএস জুপিটার স্কুটারে আপনি একটানা ২২৬ কিমি রাস্তা যেতে পারবেন।


টিভিএস জুপিটারের পাওয়ারট্রেন


জুপিটার সিএনজি স্কুটারে রাখা হয়েছে OBD2B কমপ্লায়েন্ট পাওয়ারট্রেন ইঞ্জিন, এতে রয়েছে ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন যাতে ৫.৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয় ৬০০ আরপিএমে, ৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয় ৫৫০০ আরপিএমে।


কী ফিচার্স এই স্কুটারে ?


জুপিটার সিএনজি গাড়িতে দেওয়া হয়েছে অত্যাধুনিক সব ফিচার্স। এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার, স্ট্যান্ড কাট অফ, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধে রয়েছে এই স্কুটারে। এই ফিচার্সের মাধ্যমেই স্কুটারটি পরিবেশ-বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী স্কুটারে পরিণত হয়েছে।


কত দাম হতে পারে ?


টিভিএস জুপিটার ১২৫-এর পেট্রোল ভ্যারিয়ান্টের স্কুটারের দাম এখন বাজারে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,০১৫ টাকা। আশা করা হচ্ছে এই স্কুটারের সিএনজি ভ্যারিয়ান্টের দাম হবে ৯০ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা। তবে এই সিএনজি ভ্যারিয়ান্টে বুট স্পেস খানিক কমে যেতে পারে। টিভিএস এই অটো এক্সপোতে প্রদর্শনী করেছে জুপিটার স্কুটারের। এটিই বিশ্বের প্রথম সিএনজি স্কুটারের রেকর্ড গড়েছে। এতে সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। এতে একটি ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক এবং একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে।



আরও পড়ুন: Financial Planning: মাসিক সঞ্চয় পর্যাপ্ত নয়, দেউলিয়া হওয়ার মুখে ৫০ শতাংশ ভারতীয় ! চিন্তা বাড়াচ্ছে এই রিপোর্ট


Car loan Information:

Calculate Car Loan EMI