TVS Scooter: টিভিএস মোটরস সংস্থা তাদের জনপ্রিয় স্কুটার এনটর্ক ১২৫-এর সাফল্যের পর ভারতের বাজারে আরেকটি নতুন ফ্ল্যাগশিপ স্কুটার টিভিএস এনটর্ক ১৫০ লঞ্চ করেছে। সংস্থার দাবি (TVS Ntorq 150) এই স্কুটারটি হবে ভারতের দ্রুততম আইসিই (TVS Ntorq) অর্থাৎ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন স্কুটার। এর প্রারম্ভিক মূল্য প্রায় ১.২৫ লক্ষ টাকা এক্স শোরুম রাখা হয়েছে। নতুন স্কুটারটি সরাসরি হিরো জুম ১৬০, ইয়ামাহা অ্যারক্স ১৫৫ এবং অ্যাপ্রিলিয়া এসআর ১৬০-এর মত স্পোর্টি স্কুটারগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

টিভিএস এনটর্ক ১৫০-এ ১৪৯.৭ সিসি এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, এই ইঞ্জিনটি ৭০০০ আরপিএমে ১৩ বিএইচপি শক্তি আর ৫৫০০ আরপিএমে ১৪.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারে দুটি রাইডিং মোড (TVS Ntorq 150) রয়েছে স্ট্রিট ও রেস। পারফরম্যান্সের কথা বলতে গেলে এনটর্ক ১৫০ মাত্র ৬.৩ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগ তুলতে পারে। আর এই স্কুটারের সর্বোচ্চ স্পিড রয়েছে ১০৪ কিমি প্রতি ঘণ্টা। সংস্থার দাবি এই স্কুটারটি ভারতের দ্রুততম আইসিই স্কুটার হিসেবে বাজারে এসেছে।

স্মার্ট টেকনোলজি আর কানেক্টিভিটি

আসলে এই স্কুটারের সবথেকে বড় ফিচার্স (TVS Ntorq 150) হল এর হাই রেজোলিউশনের টিএফটি ডিসপ্লে যা টিভিএসের স্মার্টএক্স কানেক্ট প্রযুক্তির সঙ্গে বাজারে আসে। এতে ৫০টিরও বেশি কানেক্টেড ফিচার্স রয়েছে এর মধ্যে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন, লাইভ ট্রাফিক ট্রাকিং, লাস্ট পার্কড লোকেশন, কল ও এসএমএস নোটিফিকেশন, ওটিএ আপডেট, অ্যালেক্সা ও স্মার্টওয়াচের ইন্টিগ্রেশন। এই সমস্ত ফিচার্সগুলি ৪-ওয়ে সুইচ গিয়ার থেকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় যা রাইডিং এক্সপিরিয়েন্সকে আরও স্মার্ট করে তোলে।

সেফটি ফিচার্স

আরোহীর সুরক্ষাকে মাথায় রেখে টিভিএস এনটর্ক ১৫০-তে অনেক উন্নত ফিচার্স দেওয়া (TVS Ntorq 150) হয়েছে। এর মধ্যে রয়েছে এবিএস ও ট্রাকশন সিস্টেম, সেফটি লাইট, ক্র্যাশ ও চুরির সতর্কতা, এমার্জেন্সি ব্রেক সতর্কতার মত অনেক ফিচার্স। এই ফিচার্সগুলির কারণে এই স্কুটারটি কেবল স্টাইলিশ ও দ্রুত নয়, বরং সুরক্ষার দিক থেকেও একটি প্রিমিয়াম অনুভূতি এনে দেয়। বলাই বাহুল্য যে এই স্কুটারটি বিশেষভাবে সেই গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা স্পোর্টি ডিজাইন, হাই পারফরম্যান্স, স্মার্ট কানেক্টেড ফিচার্সের সন্ধান করছেন। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই স্কুটারের।


Car loan Information:

Calculate Car Loan EMI