মুম্বই: ভারতে টেসলা তাদের প্রথম শোরুম খোলার ও মডেল ওয়াই চালু করার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এর পরেই এলন মাস্কের মালিকানাধীন এই সংস্থা ভারতে প্রথমবার তাদের গাড়িটি (Tesla Model Y) সরবরাহ করছে। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিয়ো শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েক মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারে তার সাদা রঙের মডেল ওয়াই (Tesla India) ডেলিভারি নিচ্ছেন। বিগত ১৫ জুলাই এই মডেলের উদ্বোধন হয়েছিল দেশে। তিনিই ভারতে প্রথম টেসলা মডেল ওয়াই গাড়ির ক্রেতা।
“ভারতে প্রথম টেসলা গাড়ি পেয়ে আমি খুবই খুশি। এটা আমার জন্য গর্বের বিষয়। আমি এই গাড়িটি কোনও ছাড়ে পাইনি, আমি পুরো টাকা দিয়েই এটি কিনেছি। আমি আমার নাতিকে স্কুলে নামানোর জন্য এই টেসলার গাড়ি ব্যবহার করার পরিকল্পনা করেছি। এতে আরও বেশি লোক এই গাড়ি দেখতে পাবে, বৈদ্যুতিন যানবাহন সম্পর্কে জানতে পারবেন আর সেগুলি গ্রহণ করতে উৎসাহিত হবেন”, জানিয়েছেন মি. সারনায়েক।
তবে এই গাড়িটি রেগুলার মডেলের নাকি লং রেঞ্জের তা এখনও স্পষ্ট নয়। আরডব্লিউডির দাম শুরু হয় ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে এবং লং রেঞ্জের গাড়িটির দাম শুরু হয় ৬৭.৮৯ লক্ষ টাকা থেকে। এগুলি সবই গাড়ি এক্স শোরুম দাম।
মন্ত্রী সারনায়েকের ছেলে পূর্বেশ জানান, “আমি খুবই উত্তেজিত যে আমরা এই টেসলা গাড়িটি কিনে ফেলেছি। আমার বাবা যেমন বলেছিলেন, আমার ছেলে এতে করে স্কুলে যাবে। সেও তাই খুবই রোমাঞ্চিত। আমরা এটি দৈনন্দিন কাজে, জিমে যাওয়া ও অন্যান্য পারিবারিক প্রয়োজনে ব্যবহার করব। ভারতে বৈদ্যুতিন যানবাহনের গতি বৃদ্ধি পাচ্ছে যা একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এগুলি স্থায়িত্ব, জিরো এমিশন আর ক্লিন এনভায়রনমেন্টের সুযোগ নিয়ে আসে। আমরা আরও চার্জিং পয়েন্ট তৈরি করার কথা ভাবছি যাতে মানুষ কোনও সমস্যা ছাড়াই এই গাড়িগুলি চালাতে পারে।”
মঙ্গলবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে যে টেসলা এখন পর্যন্ত ৬০০টি বুকিং পেয়েছে যা সংস্থার নিজস্ব প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। টেসলা এই বছর ভারতে ৩৫০ থেকে ৫০০ গাড়ি পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে আর এই প্রথম ব্যাচ সেপ্টেম্বর মাসের শুরুতে সাংহাই থেকে আসবে। ভারতের ইভি বাজার ছোট যা এই বছরের এপ্রিল থেকে জুলাই মাসে বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় ৫ শতাংশ। কিন্তু এই বিভাগে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ের মধ্যে ভারতে ইভি গাড়ির বিক্রি ৯৩ শতাংশ বেড়ে ১৫,৫০০-তে দাঁড়িয়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI