Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বেশ কিছু নতুন মডেল আসছে বাজারে। প্রতিটি নির্মাতা সংস্থাই তাঁদের নিত্য নতুন মডেল নিয়ে বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে চলেছে ক্রমশ। একেকটি মডেলের একেক রকম ফিচার্স। দামের দিক থেকেও পার্থক্য রয়েছে। এবার সেই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে বিপুল ছাড় নিয়ে হাজির হল টিভিএস মোটরসের টিভিএস আইকিউব। এই মডেলে মিলছে প্রায় ৩০ হাজার টাকার ছাড়। যদিও এই ছাড় অনেকটা সীমিত সময়ের জন্য। ক্যাশব্যাক, ভর্তুকি আর নো কস্ট ইএমআইয়ের সুবিধাও থাকছে এই স্কুটার কিনলে।
টিভিএস মোটরসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই মডেলে প্রাথমিকভাবে ২২,০৬৫ টাকা FAME II ভর্তুকিও পাবেন আপনি। তবে এই ছাড়ের সুবিধে মিলবে শুধুমাত্র ২৫ মার্চ পর্যন্ত। জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে বাড়তে পারে বৈদ্যুতিন যানবাহনের দাম। তাই এই সু্যোগ হাতছাড়া করা ঠিক হবে না।
কী কী ছাড় পাওয়া যাচ্ছে ?
প্রাথমিকভাবে ২২,০৬৫ টাকার FAME II ভর্তুকি মিলছে এই স্কুটারে, এই অফার থাকবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। আর এছাড়াও HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে স্কুটার কিনলে সর্বোচ্চ ৭৫০০ টাকার ছাড় পাওয়া যাবে মূল দামের উপরে। থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধেও।
কী কী ফিচার্স
টিভিএস আইকিউব স্কুটারের তিনটি ভ্যারিয়ান্টের আলাদা আলাদা দাম, আলাদা আলাদা ফিচার্স। কোনওটার রেঞ্জ ১০০ কিমি, কোনওটার আবার ১৪৫ কিমি। কোনওটার সর্বোচ্চ গতি ৭৮ কিমি, কোনওটার আবার ৮২ কিমি। স্মার্ট হেলমেট কানেক্টিভিটি, ইনকগনিটো রাইডিং মোড, প্লেয়ার কনট্রোল, ইনকামিং কল অ্যালার্ট ইত্যাদি সুবিধা থাকছে এই টিভিএসের ইলেকট্রিক স্কুটারে।
ভ্যারিয়ান্ট
তিনটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে টিভিএস আইকিউবের ইলেকট্রিক স্কুটার। টিভিএস আইকিউব, টিভিএস আইকিউব এস ও টিভিএস আইকিউব এসটি।
প্রথম ও দ্বিতীয় মডেলটিতে সর্বোচ্চ গতি উঠবে ঘণ্টায় ৭৮ কিমি, তৃতীয় মডেলে গতি উঠবে ৮২ কিমি প্রতি ঘণ্টায়। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় ভ্যারিয়ান্টে একবার চার্জ দিলে যেখানে ১০০ কিমি পথ যেতে পারবে সেখানে টিভিএস আইকিউব এসটি মডেলে একবার চার্জে চলবে ১৪৫ কিমি। তিনটি ভ্যারিয়ান্টেই চার্জ হতে মোটামুটিভাবে ৮০ শতাংশ চার্জে সময় লাগে ৪ ঘন্টার কাছাকাছি।
দাম
৫০০০ টাকা দিয়ে প্রাথমিকভাবে বুকিং করে রাখতে হবে এই স্কুটার। কলকাতায় টিভিএস আইকিউব মডেলের দাম ভর্তুকি দিয়ে ১,৩৪,৪২২ টাকা। টিভিএস আইকিউব এস ভ্যারিয়ান্টের দাম ১,৪০,০২৫ টাকা।
আরও পড়ুন: ABP Live Auto Awards 2024:কোনটি ছিল বছরের সেরা গাড়ি-বাইক ? আজ জানাব আমরা
Car loan Information:
Calculate Car Loan EMI