সোমনাথ চট্টোপাধ্যায়: এই মাসেই ভারতের বাজারে (Upcoming Cars) আসতে চলেছে ৬টি নতুন গাড়ির মডেল। এর মধ্যে থাকবে একটি নতুন বৈদ্যুতিন গাড়ি এবং একটা নতুন SUV, একটা নতুন লাক্সারি সেডান এবং আরও কত কি। ফলে জুলাই মাসটা গাড়িপ্রেমীদের জন্য খুবই ভাল সময় আনতে চলেছে। একটা পর একটা গাড়ি আসবে বাজারে। কোন গাড়ির (New EV Cars) কী বিশেষত্ব ?


Mercedes-Benz EQA


মার্সিডিজ বেঞ্জের ইকিউএ মডেল এখনও পর্যন্ত এই সংস্থার সবথেকে ছোট ইভি হতে চলেছে। ভারতের বাজারে একটা FWD অবতার হিসেবে আসবে এই গাড়ি যাতে থাকবে দীর্ঘ রেঞ্জের ব্যাটারি প্যাক। এই গাড়িতে একবার চার্জে ৫৬০ কিমি পথ যাওয়া যাবে অনায়াসেই। মার্সিডিজের EQB-র থেকেও আকারে ছোট হবে EQA মডেলটি। জিএলএ কম্প্যাক্ট লাক্সারি এসইউভি হিসেবে বাজারে আসবে এই মার্সিডিজ বেঞ্জ ইকিউএ। ৮ জুলাই লঞ্চ হতে চলেছে এই গাড়িটি।




BYD Atto 3


তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই গাড়িটি। ছোট ব্যাটারি প্যাক ও কম শক্তিসম্পন্ন এই গাড়ি খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। এই বিওয়াইডির অ্যাটো মডেলের এন্ট্রি পয়েন্ট থাকবে অনেক সস্তা, আর এই ইভি নির্মাতারা সেই স্ট্রাটেজিতেই ভারতের বাজারে তাদের বিক্রি বাড়াতে চলেছে। বৈদ্যুতিন এই এসইউভি অনেক সস্তায় নিয়ে আসতে চলেছে এই সংস্থা।


Nissan X-Trail


নতুন প্রজন্মের এই এক্স টেইল গাড়ির মডেল ভারতে প্রথম সিবিইউ ইম্পোর্ট হিসেবে আসবে। তবে খুব বেশি সংখ্যায় এই গাড়ি পাওয়া যাবে না বাজারে। টার্বো পেট্রোল ইঞ্জিন, ৫ বা ৭ সিটার স্পেসের ভার্সনে এখানে মিলবে এই মডেলটি। এর কেবিন থাকবে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা, লুকও থাকবে নজরকাড়া।




New Mini Cooper


ভারতে এই প্রথম পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই নিউ মিনি কুপার। পরে এর বৈদ্যুতিন ভার্সনও আসবে বাজারে। এর মিনি ডিজাইনের স্টাইলিং নজর কাড়বে ঠিকই, তবে এই মডেলে বেশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তি ও শক্তির উপর। এই মিনি কুপারের শক্তি আগের থেকে অনেক বেশি হবে। এর দাম তাই খানিক বেশি হতে চলেছে। তবে রেট্রো ও ক্লাসিক স্টাইলিং অক্ষত থাকবে।


New Mini Countryman electric


তালিকায় পঞ্চম স্থানে আছে এই বৈদ্যুতিন গাড়িটি। মিনি সংস্থার পক্ষ থেকে আরেকটি মডেল আসবে ভারতের বাজারে। তবে এবার বৈদ্যুতিন ভার্সনে। তবে এই গাড়ির আকার অনেকটাই বড়। এর লুকও অনেক বেশি ভাল, নজরকাড়া। গাড়িতে স্পেসও অনেক বেশি রয়েছে। ডিজিটালি ফোকাসড এই গাড়ির ডিজাইন, নতুন বড় টাচস্ক্রিন, টেকসই ইন্টিরিয়র সবই রয়েছে এই গাড়িতে।


আরও পড়ুন: Electric SUV: ৫৬০ কিমি রেঞ্জের ঝাঁ-চকচকে ইভি আনছে স্কোডা, কত দামে পাবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI