সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে একটার পর একটা নতুন বৈদ্যুতিন গাড়ি এসে চলেছে। প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। এবার বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা স্কোডা ইন্ডিয়া (Skoda India) তাদের নতুন বৈদ্যুতিন কম্প্যাক্ট এসইউভি (Skoda SUV) বাজারে নিয়ে এল। গাড়ির মডেলের নাম দেওয়া হয়েছে Skoda Elroq। এমইবি প্ল্যাটফর্মের উপরে তৈরি এই স্কোডা এলরক (Skoda Electric SUV) ভারতে নতুন ইলেকট্রিক এসইউভির ধারণা নিয়ে আসবে।


এটাই স্কোডার প্রথম গাড়ি যাতে কিনা বনেটের উপরে লেখা থাকবে সংস্থার নাম। এমনকী এতে একটা নতুন ডিজাইন ল্যাঙ্গোয়েজও থাকবে। ফলে ডিজাইনও হবে নতুন। এটি আবার ট্রাডিশনাল স্কোডার গ্রিলের বদলে থাকবে ব্ল্যাঙ্কড অফ গ্রিল। এতে রাডার ও ক্যামেরাও স্টোর করা থাকবে। এর ডিজাইন অনেক বেশি ক্রসওভারের মত, থাকছে স্লোপিং রুফ এবং অন্যান্য ইভির মতই এতে এয়ারোডায়নামিকালি অপটিমাইজড হুইল থাকবে। হুইল গ্যাপ রিডিউসারও ইনস্টল করা থাকবে এই কম্প্যাক্ট এসইউভিতে। এর ফলে হুইল আর্চ অনেকটা বাড়িয়ে নেওয়া যায়, এয়ারফ্লো বাড়ানোর জন্য। এই গাড়ির হুইলের আকার অনেকটাই বড়, প্রায় ২১ ইঞ্চির।




স্কোডার গাড়ির ইন্টিরিয়রে থাকছে ৫ ইঞ্চির ডিজিটাল ককপিট, একটা ডায়গনাল ১৩ ইঞ্চির টাচস্ক্রিন। এর সঙ্গে ইন্টিরিয়রে টেকসই উপাদান দিয়েই করা হয়েছে সমস্ত ডিজাইন। এর আপহোলস্ট্রি তৈরি করা হয়েছে ডার্ক মেলাঞ্জের রিসিটাইটান ফাইবার দিয়ে। আপনি এখানে ভাল সিট দেখতে পাবেন, পাবেন ড্যাশবোর্ড, সেন্টার আর্মরেস্ট, নী এরিয়াও থাকবে এই গাড়িতে। রিসিটাইটানে থাকবে ৭৮ শতাংশ রিসাইকেলড পেটস, এবং এর ফাইবারগুলি কোনও কেমিক্যাল ছাড়াই প্রসেস করা হবে।




এর এন্ট্রি লেভেলের এলরক ৫০ ভার্সনে থাকছে রিয়ার হুইল ড্রাইভ যাতে ৫৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। ইলেকট্রিক অ্যাক্সলের একটা বৈদ্যুতিন মোটর, এতে ১২৫ কিলোওয়াটের পিক আউটপুট দেবে। এলরক ৬০ গাড়িটি অনেক বেশি শক্তিশালী। এতে আবার ৬৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, ১৫০ কিলোওয়াটের বৈদ্যুতিন মোটর রয়েছে গাড়িতে। এই দুই ধরনের মডেলেই সর্বোচ্চ গতি ওঠে ১৬০ কিমি প্রতি ঘণ্টায়।


১৭৫ কিলোওয়াটে ডিসি চার্জিং কমপ্লায়েন্টে এই গাড়িটি এক চার্জে ৫৩০ কিমি পর্যন্ত যেতে পারে। জানা গিয়েছে এই বছরের শেষ দিকে বাজারে আসবে এই গাড়ি। ভারতের জন্য অনেকটা সাশ্রয়ী দামের মধ্যে থাকবে স্কোডার এই গাড়ির মডেল।    


আরও পড়ুন: Honda Cars: ১ লাখ টাকা সস্তায় পাবেন হোন্ডার এই গাড়ি, বিপুল চাহিদা বাজারে


Car loan Information:

Calculate Car Loan EMI