Upcoming Best Bikes: আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন ? তাহলে বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। আগামী মাসে অর্থাৎ জুলাইতেই বাজারে (Upcoming Bikes India) আসতে চলেছে বেশ কিছু নতুন বাইকের পসরা। ৭ থেকে ৮টি বাইক লঞ্চ হবে ভারতের বাজারে। ১০ জুলাই থেকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যেই বাজারে আসবে এই সব বাইকগুলি। এই তালিকায় রয়েছে হিরো, হোন্ডা, ল্যামব্রেটা, সুজুকির বিভিন্ন মডেল।
Benelli Leoncino 800
আগামী ১০ জুলাই বাজারে আসতে চলেছে এই বাইক (Upcoming Bikes India)। এটির ওজন বেশ অনেকটাই হবে। অর্থাৎ ভারী বাইকগুলির মধ্যে এটি অন্যতম। এর দাম থাকছে ৮ লাখ থেকে ৯ লাখের মধ্যে। এই বাইকে থাকছে ৭৫৪ সিসির ইঞ্জিন। এক লিটার তেলে ১৮ কিমি রাস্তা যাওয়া যাবে এই বাইকে।
Honda PCX Electric
বার্নেলির বাইক আসার পরে ১৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে পারে হোন্ডার এই নতুন বাইক। ২০.৮ এএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই বাইকে। একবার চার্জ দিলে এই বাইকে যাওয়া যাবে ১০০-১৫০ কিমি রাস্তা। ফলে মাইলেজ ও রেঞ্জ ভালই এই বাইকের। ৪ থেকে ৭ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই বাইকে। ১.৪৫ লাখের মধ্যেই থাকছে এই বাইকের দাম।
Honda Rebel 300
এই আসন্ন বাইকের তালিকায় তৃতীয় স্থানেই আছে হোন্ডার আরেকটি বাইকের (Upcoming Bikes India) মডেল। হোন্ডা রেবেল ৩০০। এটিও লঞ্চ হতে পারে ১৫ জুলাই। এই বাইকে রয়েছে ২৮৬ সিসির ইঞ্জিন যাতে মাইলেজ দেবে ৩০ কিমির। এই বাইকের দাম হতে পারে ২.৩ লাখ টাকা।
Hero 450 ADV
হিরো আর হোন্ডা এই দুই বাইকের (Upcoming Bikes India) জনপ্রিয়তাকে ভারতে আর কোনও সংস্থা টেক্কা দিতে পারেনি। এবারে হিরো আরেকটি নতুন বাইক নিয়ে আসবে জুলাই মাসে। জুলাইয়ের ১৭ তারিখে আসতে পারে বাজারে। ৪৫০ সিস্যার ইঞ্জিন রয়েছে এতে, অর্থাৎ এটিও ভারী বাইকের মধ্যে পড়ছে। এই গাড়িতে সর্বোচ্চ গতি উঠবে ১৫০ কিমি প্রতি ঘন্টায়। মাত্র ২ লাখের মধ্যেই পাওয়া যাবে এই বাইক। এর মাইলেজ দেবে ২৫ কিমি।
Honda CB500F
হিরো আর হোন্ডার ছড়াছড়ি যেন। হিরো যেমন আগামী মাসে অনেক মডেল আনছে, তেমনি হোন্ডাও কিছু কম যায় না। ৪৭১ সিসি ইঞ্জিনের এই মডেল নিয়ে আসবে হোন্ডা আগামী ২০ জুলাই। এই গাড়িতে এক লিটার তেলে যাওয়া যাবে ২৮ কিমি রাস্তা। বাইকে সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টায়। হোন্ডার এই বাইকের দাম রাখা হয়েছে ৪.৭৯ লাখ টাকা।
Jawa Bikes: ১৬ হাজার টাকা ছাড়ে মিলবে Jawa-র এই বাইক ! কী নতুন ফিচার্স এল ?
Car loan Information:
Calculate Car Loan EMI