Jawa Entry Level Variant Discount: ক্লাসিক লেজেন্ড সংস্থা এবার বাজারে জাওয়া বাইক ৩৫০ সিসির তিন তিনটে নতুন ভ্যারিয়ান্ট (Jawa 350 Discount) লঞ্চ করেছে। এবারে আরও একটি এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্ট নিয়ে এল ক্লাসিক লেজেন্ডস। অর্থাৎ জাওয়ার আরও একটি বাইক এসে গেল বাজারে। তবে এই নতুন ভ্যারিয়ান্টে কোনও প্রযুক্তিগত বদল আসেনি। অর্থাৎ জাওয়ার বাইকের (Jawa Bikes) এবার থেকে মোট ৪টি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে। নতুন ভ্যারিয়ান্ট বাজারে আসায় এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্টের দাম এক ধাক্কায় কমে গিয়েছে ১৬ হাজার টাকা। এই সুযোগ হাতছাড়া করবেন নাকি ?


Jawa 350-তে নতুন তিনটি রঙের ভ্যারিয়ান্ট


বাজারে এবার জাওয়া বাইকের ৩৫০ সিসি মডেলের তিনটি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে সস্তায়। এর মধ্যে রয়েছে Obsidian Black, Grey এবং Deep Forest রঙ। জাওয়া ৩৫০ ইতিমধ্যেই আগে থেকে বাজারে পাওয়া যাচ্ছিল মেরুন, কালো, সাদা ও মিস্টিক অরেঞ্জ রঙে। এবারে জুড়ল নতুন ভ্যারিয়ান্ট। এতে আবার নতুন অ্যালয় হুইল লেগেছে। ক্লাসিক লেজেন্ডস সংস্থা যদিও এর কোনও ছবি এখনও পর্যন্ত শেয়ার করেনি। নতুন এডিশন হলেও এতে কিন্তু কোনও মেকানিকাল চেঞ্জ হয়নি।




Jawa 350 Powertrain


ক্লাসিক লেজেন্ডসে ৩৩৪ সিসির ইঞ্জিন সিঙ্গল সিলিন্ডার মোটর থাকবে। এতে ৭০০০ আরপিএমে ২২.৪৭ বিএইচপি শক্তি ও ৫০০০ আরপিএমে ২৮.১ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে ১৪৯৯ মিমি-র একটা হুইল বেস রয়েছে। এই বাইকে বড় বড় ডিস্ক ব্রেক রয়েছে, ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে। এমনকী এতে ৬ স্পিডের গিয়ারবক্সও রয়েছে। স্মুথ ও আরামদায়ক রাইডের অভিজ্ঞতা এনে দেবে জাওয়ার এই বাইক। ব্রেকিং এবং হ্যান্ডলিং অনেক উন্নত হয়েছে এই বাইকে।




কত দামে পাবেন এই বাইক


জাওয়ার এই বাইক ভারতের বাজারে মাত্র ২.১৫ লাখ টাকায় পাওয়া যাবে। তবে জাওয়া ৩৫০-এর নতুন ভ্যারিয়ান্ট বাজারে এসে যাওয়ায় এন্ট্রি লেভেল মডেলের দাম কমে গিয়েছে ১৬ হাজার টাকা। ফলে এখন ভারতের বাজারে জাওয়া ৩৫০-র এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্টটি মাত্র ১.৯৯ টাকাতেই পাওয়া যাবে। যদিও এটি এই বাইকের এক্স শো-রুম দাম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Gold Price: বিয়ের গয়না গড়াবেন ? সোনার দাম কি আজ বাড়ল না কমল ? দেখে নিন রেটচার্ট


Car loan Information:

Calculate Car Loan EMI