সোমনাথ চট্টোপাধ্যায়: হু হু করে বিক্রি হচ্ছে মার্সিডিজ বেঞ্জের (Marcedes Benz) মডেল। এই বছরের শুরুতেই জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৫৪১২ ইউনিট গাড়ি বিক্রি করেছে মার্সিডিজ বেঞ্জ। এই সংস্থার সেলস গ্রোথ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। তাছাড়া এক বছরের হিসেব ধরলে এই সংস্থার পক্ষ থেকে বছরে ১৮,১২৩টি গাড়ি বিক্রি হয়েছে। আর এই পরিসংখ্যান দেখে স্পষ্টই বোঝা যায় যে, ভারতে লাক্সারি গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। টপ-এন্ড গাড়িগুলির (Marcedes Benz EV Car) চাহিদা বাড়ছে ভারতে।


শুধু তাই নয়, ভারতে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়, তাঁর একটা বড় অংশ থাকে এসইউভি গাড়ি। জিএলই ক্যাটাগরির গাড়ি সহ ভারতের মোট গাড়ি বিক্রির ৬০ শতাংশই হল এসইউভি। এই পরিসংখ্যানে আরও দেখা গিয়েছে যে, ই-ক্লাসের (E-Class Car) গাড়িই বেশিরভাগ ভারতীয়দের এখন সবথেকে বেশি পছন্দ। এখন এই ই-ক্লাসের যে ভার্সনটি বাজারে পাওয়া যায় তা ক্রমেই শেষ হয়ে আসছে, আর তাঁর আগেই আরেকটি নতুন ই-ক্লাস ভার্সন আনতে চলেছে মার্সিডিজ বেঞ্জ। এই বছরের শেষ দিকেই বাজারে আসতে চলেছে এই নতুন মডেলের গাড়িটি। তবে মার্সিডিজের এই গাড়িগুলির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে।


আগেই বলা হয়েছে এই সংস্থার ২৫ শতাংশ গাড়িই হায়ার ক্লাসের, সেগুলির দাম প্রায় ১.৫ কোটি টাকার উপরে। তবে এবার এই সংস্থা নজর দিয়েছে ইভির (EV Cars India) দিকে। দ্বিগুণের থেকেও বেশি ইভি এখন বাজারে এসে গিয়েছে। মার্সিডিজও পিছিয়ে নেই। আগামী দিনে মার্সিডিজ আরও তিনটি নতুন ইভি বাজারে আনতে চলেছে। এই বছর ধীরে ধীরে লঞ্চ হবে এই তিনটি মডেল। ইকিউর মেব্যাক লাক্সারি ইভিও রয়েছে এই তালিকায়।


মেব্যাক ব্র্যান্ড হল এই মার্সিডিজের (Marcedes Benz) একেবারে টপ এন্ড ব্র্যান্ড, এটি এখন জিএলএস ও এস ক্লাসের ফার্স্ট ইলেকট্রিক প্রোডাক্ট হতে চলেছে। ইকিউএস এসইউভি হিসেবে বাজারে এখন রাজার রাজা এই মেব্যাক ব্র্যান্ড। মার্সিডিজ বেঞ্জ বেশ কিছু নতুন গাড়ি এই বছর আনবে। যেগুলিতে এসইউভির পাশাপাশি পারফরম্যান্স ভিত্তিক গাড়ির মডেলও থাকবে। এর মধ্যে রয়েছে নতুন সি৬৩ ও এস৬৩ মডেলটি। সি৬৩ একটি ইলেকট্রিফায়েড এএমজি এবং এটি একটি পারফরম্যান্স সেডান। ভারতে খুব শীঘ্রই এটি ফিরে আসবে। তবে নতুন রূপে, নতুনভাবে।   


আরও পড়ুন: Okaya EV স্কুটারে রয়েছে দুর্দান্ত অফার, এক চার্জে ১৬০ কিমি রেঞ্জ


Car loan Information:

Calculate Car Loan EMI