Summer Tips:  গরম যে হারে বাড়ছে, তাতে গাড়ি চালানোর সময় বেশ কিছু বিষয় মাথায় রেখে চলা দরকার। অনেকেই গরমে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়েন, রাস্তায় গাড়ি চালাতে (Car Tips for Summer) গেলে এই সময় বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে হয়। গাড়িতে এই সময় অতিরিক্ত গরমে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু বিষয় মাথায় রাখলে গরমে গাড়ি (Car Driving Tips) চালাতে গেলে সমস্যা আসবে না, এমনকী আপনি নিজে সুরক্ষিতও থাকবেন।


ব্যাটারির খেয়াল রাখুন


গাড়ির হুডের নিচেই থাকে গাড়ির ব্যাটারি। সেখানেই একইভাবে বছর বছর থাকে। আবহাওয়া বদলালেও অনেকে এই ব্যাটারির দিকে খেয়ালও করেন না। অতিরিক্ত তাপ ও কম্পনের ফলে গাড়ির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রচণ্ড গরমে গাড়ির (Car Tips for Summer) ব্যাটারি ভিতরে ভিতরে ফেটে যেতে পারে। আর এই সমস্যা থেকে বাঁচতে মাঝেমাঝে দেখে নিতে হবে যে এই ব্যাটারি ঠিকভাবে লাগানো আছে কিনা। তাছাড়া খুব গরম পড়তে ব্যাটারির ফ্লুইড শুকিয়ে যেতে পারে। আর এর ফলে ভিতরের যন্ত্রাংশে মরচে ধরতে পারে। তিন বছরের পুরনো ব্যাটারি হলে তা অবশ্যই মেকানিককে দেখিয়ে নিতে হবে।


ফ্লুইডের ভারসাম্য ঠিক রাখতে হবে


গাড়ির তাপমাত্রা কম রাখার জন্য অনেক রকম তরল কাজ করে গাড়ির ভিতরে যাতে অতিরিক্ত তাপমাত্রায় গাড়ির কোনও সমস্যা না হয়। গরমকালে এই সমস্যাটা আরও বেশি ধরা পড়ে। গরমে এই তরল শুকিয়ে যাওয়ার কারণে গাড়ির ইঞ্জিনও গরম হতে শুরু করে। তবুও পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ব্রেক ফ্লুইড এবং ট্রান্সমিশন ফ্লুইড ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে ভালভাবে।


গাড়ির চাকার প্রেশার


গাড়ির চাকার ভিতরে চাপ কত আছে তা নিয়ন্ত্রণে না থাকলে বড় বিপদ ঘটতে পারে গরমে। যে কোনও পেট্রোল পাম্পে গেলে এই চাকার প্রেশার চেক করে নেওয়া যায়।


সঙ্গে রাখতে হবে এমার্জেন্সি কিট


বাইরের আবহাওয়া কেমন তা দেখার দরকার নেই, সঙ্গে সবসময় একটা এমার্জেন্সি কিট রাখা দরকার আপনার। এর মধ্যে থাকবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, জলের বোতল, প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র। যদি আপনি শহরের বাইরে যান, তাহলে এই এমার্জেন্সি কিট আবশ্যিক।


জ্বালানির ভারসাম্য বজায় রাখুন


গরমে গাড়ি চালাতে গেলে গাড়ির ভিতরের এসি সর্বক্ষণই প্রায় চালু থাকে। এর কারণে গাড়ির জ্বালানি অনেকটাই পোড়ে। ফুয়েল মিটারে চোখ রাখতে হবে এই গরমে এবং সেই মত জ্বালানির যাতে অভাব না থাকে তা দেখতে হবে।


 


আরও পড়ুন: Elon Musk PM Modi Meeting: বিনিয়োগ নিয়ে বড় বৈঠক, মোদির সঙ্গে দেখা করবেন মাস্ক, কবে আসছেন ভারতে ?


Car loan Information:

Calculate Car Loan EMI