সোমনাথ চট্টোপাধ্যায়: আরও নতুন নতুন গাড়ির মডেল (Tata Upcoming EV) নিয়ে আসবে টাটা মোটরস। বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা যেভাবে বেড়ে চলেছে, সেই চাহিদা পূরণ করতে এবং বাজারে নিজেদের মার্কেট শেয়ার ধরে রাখতে একেবারে নতুন ঝাঁ চকচকে তিন তিনটে ইভি (Upcoming EV) আনতে চলেছে টাটা মোটরস। আগামী ২ বছরের মধ্যেই এই গাড়িগুলি (Tata SUV) বাজারে আনবে টাটা। ফলে যে সমস্ত গাড়িপ্রেমী টাটার গাড়ি চালাতে বা কিনতে পছন্দ করেন, তাদের জন্য বড় সুখবর।
টাটা কার্ভ ইভি
সবার প্রথমে বাজারে কার্ভ ইভি (Tata Curvv EV) আনতে চলেছে টাটা মোটরস। মূলত acti.ev আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে এই নতুন টাটার এসইউভি মডেলটি। তবে এতে জুড়ে যাবে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স। ফ্রাঙ্ক, মডিউলার ইন্টিরিয়রের মত নতুন ফিচার্স জুড়ে যাবে এই কার্ভ ইভি মডেলে। নেক্সনের উপরের ক্যাটাগরিতেই আগামী পুজোর মরশুমে বাজারে আসতে চলেছে এই নতুন ইভি। টাটার আগামী ইভি লঞ্চের তালিকায় সবার প্রথমেই আছে এই টাটা কার্ভের মডেলটি। তবে এই কার্ভ ইভি হল হিমশৈলের চূড়ার মত, খুব সামান্য একটা অংশ। আরও তিনটি নতুন ইভি আনতে চলেছে টাটা মোটরস। ফলে তালিকা আরও দীর্ঘ।
টাটা হ্যারিয়ার ইভি
আগামী বছরেই যেমন বাজারে আসবে টাটার কার্ভ ইভি, তেমনই এর পরে তালিকায় রয়েছে টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV) মডেলটি। আগামী বছরের শুরুর দিকেই এই মডেলটি ভারতের বাজারে নিয়ে আসবে টাটা মোটরস। কার্ভ মডেলের মত এটিও acti.ev আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে এবং এর আগে ভারত মোবিলিটি শো-তে এই গাড়িটির প্রদর্শনী হয়ে গিয়েছে। কার্ভ ইভির থেকে রেঞ্জ এক্ষেত্রে অনেক বাড়বে, এমনটাই আশা করা যায়। কার্ভের থেকে আকারেও বড় হবে এই গাড়ি, টাটা হ্যারিয়ার। এতে থাকবে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এ থেকে টাটা হ্যারিয়ারের মডেলটি ৫০০ কিমি রেঞ্জ দিতে পারে। অর্থাৎ একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৫০০ কিমি।
হ্যারিয়ার ইভিতেও V2V এবং V2L ফিচার্স থাকছে, একইসঙ্গে থাকছে ফ্রাঙ্কসও। একটা ডুয়াল মোটর এবং হুইল ড্রাইভও থাকছে এই গাড়িতে। তবে এরপর আছে বিশেষ আকর্ষণ।
সিয়েরা ইভি
২০২৬ সালে বাজারে আসবে টাটা মোটরসের সিয়েরা ইভি (Tata Sierra EV)। হ্যারিয়ারের উপরের সেগমেন্টে স্থান পাবে এই মডেল যা কিনা আদপে একটি ফ্ল্যাগশিপ মডেল। এটি একটি ফাইভ ডোর মডেল। ব্ল্যাকড আউট পিলারস, ফিউচারিস্টিক ডিটেইল থাকছে এই মডেলে। ইন্ডিভিজুয়াল সিট, ডুয়াল মোটরের মত অনেক ফিচার্স থাকছে এই ইভিতে।
আরও পড়ুন: BMW Cars: ৯০০ কিমি রেঞ্জ, দুর্দান্ত পারফরম্যান্স ! চোখ ধাঁধাবে BMW-র এই SUV মডেল- কী ফিচার্স ?
Car loan Information:
Calculate Car Loan EMI