Electric Vehicle: ভারতে দ্রুত বাড়ছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা এবং সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও বিভিন্ন মডেলের বৈদ্যুতিন গাড়ি (Electric 3 Wheeler) বাজারে আনছে ক্রমে ক্রমে। বৈদ্যুতিন বাইক, বৈদ্যুতিন গাড়ির পাশাপাশি বৈদ্যুতিন থ্রি হুইলার-এর দুনিয়াতেও একের পর এক নতুন নতুন মডেল আসছে ভারতের বাজারে। গতকাল শুক্রবার ভারতে এমন একটি বৈদ্যুতিন থ্রি-হুইলার লঞ্চ করেছে একটি সংস্থা যা কিনা মাত্র ১৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ চার্জ (Fast Charging 3 Wheeler) করে নিতে পারে। ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) এবং এক্সপোনেন্ট এনার্জি (Exponent Energy) এই দুই সংস্থার যৌথ উদ্যোগে ভারতে লঞ্চ করল বিশ্বের প্রথম ফাস্ট চার্জিং ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ি।
মডেলের নাম কী
এই মডেলটির নাম ওএসএম স্ট্রিম সিটি কিক থ্রি হুইলার যার দাম ধার্য করা হয়েছে ৩,২৪,৯৯৯ টাকা। এই গাড়িতে ০ থেকে ১০০ শতাংশ চার্জ দিতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। দেশের মধ্যে ছয়টি শহরে এক্সপোনেন্ট এনার্জি সংস্থার যে কয়েকটি চার্জিং স্টেশন আছে, তাতেই কেবলমাত্র ১৫ মিনিটে চার্জ দেওয়া সম্ভব এই গাড়িতে।
ওএসএম সংস্থার সিইও কী বলেন
ওমেগা সেইকি মোবিলিটি সংস্থার প্রতিষ্ঠাতা উদয় নারাং জানান, ডাউনটাইম কমিয়ে এবং রাস্তাঘাটে গাড়ির দক্ষতা বাড়িয়ে ওএসএম স্ট্রিমসিটি কিক মডেলটি নিশ্চিত করেছে যে এর প্রতিটি জার্নি যাতে চালকদের জন্য অর্থনৈতিকভাবেও লাভদায়ক হয়।' এই গাড়িটি বাজারে এলে ৫ বছরের ওয়্যার্যান্টি এবং ২ লক্ষ কিলোমিটারের ওয়্যারান্টি সহ আসবে বলে জানা গিয়েছে।
কী জানাল এক্সপোনেন্ট এনার্জি সংস্থা
একটি প্রেস বিবৃতিতে এক্সপোনেন্ট এনার্জি জানিয়েছে যে, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা ও হায়দরাবাদে এই সংস্থা তাঁদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করেছে। এই বছরের মধ্যেই দিল্লি এনসিআর ও বেঙ্গালুরুতে তাঁরা ১০০টি চার্জিং স্টেশন বসাবে। এক্সপোনেন্ট এনার্জির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও অরুণ বিনায়ক জানান যে, কম খরচ ও অনেক বেশি রেভিনিউর এই দ্বৈত সুবিধে বাজারের এমন অন্য যে কোনও ইভি বা আইসিই গাড়ির থেকে চালককে অনেক বেশি মুনাফা এনে দেবে।
কবে আসবে বাজারে
এই ওএসএম স্ট্রিমসিটি কিকের প্যাসেঞ্জার ভার্সনটিতে রয়েছে একটি ৮.৮ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যা কিনা একবার চার্জ দিলে ১২৬ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। ওমেগা সেইকি সংস্থা জানুয়ারি মাসে সারা দেশে ৫৩,৫৩৭ ইউনিট থ্রি-হুইলার বিক্রি করেছে। কবে ভারতের বাজারে এই নতুন মডেলের থ্রি হুইলার গাড়ি কিনতে পাওয়া যাবে, তা এখনও যদিও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Jeep India: আর মাত্র কয়েকদিন, নতুন রূপে Wrangler আনবে জিপ ইন্ডিয়া- কী বদল হবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI