SUV Cars: চিনের টেক জায়ান্ট সংস্থা শাওমি তাদের প্রথম বৈদ্যুতিন এসইউভি প্রদর্শনী করেছে চিনের বাজারে। এই নতুন এসইউভি মডেলের নাম দেওয়া হয়েছে ওয়াই ইউ ৭। তথ্য অনুসারে, আগামী বছরের জুন বা জুলাই মাসে চিনের বাজারে এই বৈদ্যুতিন এসইউভি (Xiaomi Electric SUV) গাড়িটি লঞ্চ করা হবে। চিনের বাজারে বিক্রি হওয়া টেসলার মডেল ওয়াইয়ের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এই গাড়িটি। একইসঙ্গে শাওমি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনই ভারতে এই গাড়িটি (Electric SUV) লঞ্চ করার কোনো পরিকল্পনা করেনি সংস্থা।


সংবাদসূত্রে জানা গিয়েছে, শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার জানিয়েছেন যে এটি কোনো অংশেই সহজতর ব্যবসা নয়। সংস্থার প্রাথমিক ফোকাস থাকবে প্রথমে চিনের বাজারে এবং তারপরেই এই সংস্থা তাঁর নতুন মডেলটিকে বিশ্বের বাজারে নিয়ে আসবে বলে জানা গিয়েছে।


শাওমির বৈদ্যুতিন এসইউভির দারুণ সব ফিচার্স


শাওমির বৈদ্যুতিন গাড়িতে দারুণভাবে ডিজাইন করা হুইল রয়েছে, আর এই হুইলের জন্যই এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এই এসইউভির পিছনে এসইউ সেভেনের মত এলইডি টেল ল্যাম্প বসানো রয়েছে, এর কারণে এই গাড়ির লুক দুর্ধর্ষ হয়ে উঠেছে। আর এতে থাকবে বেশ কিছু হাইটেক ফিচার্স।


শাওমির এই এসইউভি ওয়াই ইউ সেভেন প্রায় ৫ মিটার লম্বা এবং এটি একটি প্রিমিয়াম সেডান এবং টপ এন্ড ভ্যারিয়ান্টে ডুয়াল মোটর সেট আপ রয়েছে। শুধু তাই নয়, এই গাড়িতে ১০১ কিলোওয়াট আওয়ারের একটি বড় কিলিন ব্যাটারি রয়েছে।


এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে মোট ৮০০ কিমি পর্যন্ত যেতে পারবে। ডুয়াল মোটর সেট আপ সহ এই গাড়িতে ৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এই মুহূর্তে ভারতের বুকে এই গাড়িটি কোনোভাবেই লঞ্চ করার পরিকল্পনা নেই শাওমি সংস্থার। তবে আগামীদিনে এই শাওমির বৈদ্যুতিন এসইউভি ভারতের বিওয়াইডি সিলের সঙ্গে টেক্কা দিতে নামতে পারে বাজারে। Xiaomi শুধুমাত্র ভারতে গাড়িটি প্রদর্শন করবে তবে ভবিষ্যতে একটি সম্ভাব্য লঞ্চের জন্য বাজারের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করবে। ভারতে লঞ্চ হলে আশা করা যায়, এর দাম Hyundai Ioniq 5 এবং BYD সিল-এর মত দাম হবে প্রায় ৪০ লক্ষ টাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: KIA Car Price: এবার দাম বাড়ছে কিয়ার গাড়ির, এই তারিখ থেকে দামি হবে গাড়ি


Car loan Information:

Calculate Car Loan EMI