Yamaha Bike Price: বাজেটে মোটরবাইকের দাম সস্তা হওয়ার কথা জানানো হয়েছে। এই ব্র্যান্ডের দুটি মোটরবাইকের দাম ১ লক্ষ টাকারও বেশি কমে গিয়েছে। সংস্থার নাম ইয়ামাহা। এর জনপ্রিয় দুটি বাইক হল এমটি ০৩ এবং আর ৩। এই দুই বাইক (Bike Price) সম্পূর্ণভাবে বিদেশে তৈরি যার কারণে এই মডেলগুলির দাম অনেকটাই বেশি (Yamaha Bikes) ছিল। তবে এবার সস্তায় কেনার সুযোগ রয়েছে এই দুই বাইক। ইয়ামাহার এই দুটি বাইক কাওয়াসাকি এবং এপ্রিলিয়া এবং কেটিএম-এর বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাজারে।


ইয়ামাহা আর থ্রি বাইকের নতুন দাম


ইয়ামাহা আর থ্রি ভারতের বাজারে ৪.৬৫ লক্ষ টাকা দামে পাওয়া যাচ্ছে কিন্তু এখন এই মোটরবাইকের দাম ১.০৫ লক্ষ টাকা কমে গিয়েছে। ইয়ামাহা আর থ্রির নতুন দাম হয়েছে ৩.৬০ লক্ষ টাকা। এই ইয়ামাহা বাইকটি এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর প্রতিদ্বন্দ্বী যার দাম ৪.২০ লক্ষ টাকা। এই বাইকের দাম কমার কারণে এপ্রিলিয়া মডেলের তুলনায় এখন এই বাইক অনেক সস্তা হয়ে যাবে। কাওয়াসাকি নিঞ্জা ৩০০ বাইকের সঙ্গেও ইয়ামাহার এই বাইক প্রতিদ্বন্দ্বিতা করবে যার দাম বাজারে এখন ৩.৪৩ লক্ষ টাকা।


কেটিএম আরসি ৩৯০-ও এই সেগমেন্টেরই অন্যতম জনপ্রিয় বাইক, এর দাম ৩.২১ লক্ষ টাকা। তবে ইয়ামাহার এই বাইকের দামে ১ লাখ টাকা ছাড় দেওয়ার পরেও কাওয়াসাকি ও কেটিএম মডেলের চেয়ে বেশি ব্যয়বহুল হয়েছে এই বাইক।


ইয়ামাহা এমটি ০৩-র দাম হ্রাস


ইয়ামাহার এমটি ০৩ বাইকের দাম কমিয়ে ১.১০ লক্ষ টাকা করা হয়েছে, এখন এই বাইক পাওয়া যাবে ৩.৫০ লক্ষ টাকাতেই। ভারতের বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল কেটিএম ৩৯০ ডিউক এবং এপ্রিলিয়া টিউওনো ৪৫৭। কেটিএম ৩৯০ ডিউকের দাম ৩.১৩ লক্ষ টাকা, এপ্রিলিয়া টিউওনো বাইকের দাম ৪ লক্ষ টাকা।


এই দুই ইয়ামাহা বাইকের নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে। এই দুই বাইকের ইঞ্জিন একইরকমের। তবে ডিজাইনে অনেক ফারাক রয়েছে। এর পাশাপাশি রাইডারের সিটের আকারেও অনেক ফারাক দেখা যায়। ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারে কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। এর ফলে বাইকের ইনপুট খরচ কমে গিয়েছে আর তাই অন্যান্য বাইকের দামও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। 


আরও পড়ুন: Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই ৫ ব্যাঙ্ক, নতুন রেপো রেট ঘোষণার আগেই বিনিয়োগ করবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI