Bike Price: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ সালের বাজেট পেশ করেছেন। মধ্যবিত্তদের স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটেই বলা হয়েছে কেন্দ্র সরকার এবার লিথিয়াম আয়ন ব্যাটারির (Budget 2025) উপর থেকে বেসিক শুল্ক বা কাস্টম ডিউটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এর ফলে আগামী দিনে (Bike Price) বৈদ্যুতিন গাড়ির দাম অনেকটাই কমে যাবে। একইসঙ্গে এবার মোটরবাইকের দামও কমতে চলেছে। বাইকের উপর কাস্টম ডিউটি অনেকাংশে কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।


কাস্টম ডিউটি কমানো হয়েছে


ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারে কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। এর ফলে বাইকের ইনপুট খরচ কমে গিয়েছে আর তাই বাইকের দামও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানো হবে, অর্থাৎ এরপর থেকে বেশিরভাগ মোটরবাইক ভারতেই তৈরি হবে। ফলে এই বাইকের উপর থেকেও কর কমে যাবে।


যে সমস্ত মোটরসাইকেলের ইঞ্জিন ১৬০০ সিসির কম এবং সম্পূর্ণরূপে বিদেশে তৈরি সেগুলির উপর আগে ৫০ শতাংশ কাস্টম ডিউটি লাগত, এখন তা কমে হয়েছে ৪০ শতাংশ।


যেখানে এসকেডি মোটরসাইকেলের ইঞ্জিন বিদেশে তৈরি হলেও বাইকের বাকি যন্ত্রাংশ ভারতে অ্যাসেম্বল করা হয়, সেখানে এই মোটরবাইকের উপর কর ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ২০ শতাংশে।


১৬০০ সিসি রেঞ্জের সেই মোটরবাইকগুলির সমস্ত যন্ত্রাংশ বিদেশ থেকে এলেও ভারতে তা অ্যাসেম্বল করা হয়, এই বাইকগুলির উপর থেকে করের পরিমাণ ১৫ শতাংশ থেকে কমে হয়েছে ১০ শতাংশ।


১৬০০ সিসি বা তার বেশি ক্যাপাসিটির ইঞ্জিনের ক্ষেত্রে বাইকের উপর কর কমানো হয়েছে, এতে সিবিইউ মোটরসাইকেলের কর ৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৩০ শতাংশ।


সেমি নকড ডাউন মোটরবাইকের জন্য কর কমানো হয়েছে ৫ শতাংশ। আগে যেখানে এই কর ছিল ২৫ শতাংশ, এবার তা কমে হয়েছে ২০ শতাংশ।


সিকেডি বা কমপ্লিটলি নকড ডাউন বাইকের দামের উপর আগে ১৫ শতাংশ কর ছিল, তার বদলে ১০ শতাংশ কর ধার্য হবে এবার থেকে।


অর্থমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার এবার থেকে এমএসএমই সেক্টরের জন্য ৫ কোটি টাকার বদলে ১০ কোটি টাকা বরাদ্দ করবে।


আরও পড়ুন: Budget 2025: KYC-তে বদল আসছে, কী হবে নতুন নিয়মে; উপকার হবে গ্রাহকদের ?


Car loan Information:

Calculate Car Loan EMI