Yamaha Bikes: আগামী কিছু বছরের মধ্যেই ভারতের বাজারে প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মডেল নিয়ে আসতে চলেছে ইয়ামাহা মোটরস (Yamaha Motors)। আর এই প্রিমিয়াম বাইক মানে গ্রাহকের কাছে এই বাইকের দারুন পারফরম্যান্স পাওয়া যাবে। ইয়ামাহা নিজেই এই খবর জানিয়েছে প্রকাশ্যে। জানা গিয়েছে ইয়ামাহা সংস্থা তাঁদের পোর্টফোলিওকে বাড়াবে, এবার ৭০০ সিসির বাইক নির্মাণের দিকেও নজর দেবে এই সংস্থা।
সংস্থার তরফে কী জানা গিয়েছে
ইয়ামাহা মোটরসের (Yamaha Bike) সেলস বিভাগের সিনিয়র প্রেসিডেন্ট রবীন্দ্র সিং জানান, 'এখনই আসন্ন মডেলগুলির সমস্ত তথ্য আমরা জানাতে পারব না। তবে এটা স্পষ্ট বলা যায় যে এবার সংস্থার নজর থাকবে প্রিমিয়াম সেগমেন্টের দিকে।' রবীন্দ্র সিং আরও বলেন, 'বেশি রেঞ্জের গাড়ি হিসেবে ইয়ামাহা আগের মত ১৪৯ সিসি থেকে ১৫৫ সিসির বাইক নির্মাণ ও সরবরাহ করতে থাকবে। ভারতের তরুণ যুবাদের চাহিদার কথা মাথায় রাখা হবে। এর পাশাপাশি হাই পারফরম্যান্স এবং দারুণ অভিজ্ঞতা দেবে এমন মডেলও বানাবে কিছুদিনের মধ্যেই।' ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইয়ামাহা ৩০০ সিসির সেগমেন্টে লঞ্চ করেছিল R3 এবং MT-03 মডেলটি। এই দুটি মডেলও অত্যন্ত জনপ্রিয় হয়েছে।
কোন দুটি মডেল আসবে
ফলে এবার ৭০০ সিসির বাইক এনে নিজেদের পোর্টফোলিওকে আরও শক্তপোক্ত করতে চাইছে এই সংস্থা। যে সমস্ত গ্রাহকরা এবং গাড়িপ্রেমীরা ইয়ামাহার (Yamaha Motors) বাইক আগে থেকে ব্যবহার করছেন এবং আপগ্রেড করতে চাইছেন এবং একইসঙ্গে যারা একটু স্পোর্টি লুকের গাড়ি পছন্দ করেন তাঁদের জন্য আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলেছে YZF R7 এবং MT07 মডেল দুটি। ৭০০ সিসি সেগমেন্টের উদ্বোধন হবে এই বাইক দুটি দিয়েই।
যুবকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চাইছে ইয়ামাহা
এই কয়েক বছরে ভারতের প্রিমিয়াম বাইকের দুনিয়ায় বিশাল বড় বদল ঘটে গিয়েছে। বেশ কিছু নতুন ট্রেন্ড এসেছে। এখনকার বেশিরভাগ যুবা-তরুণই নতুন মডেল চায়, আকর্ষণীয় লুক চায়, আর তাই এবার ইয়ামাহা শহর ও মফস্বলের গ্রাহকদের লক্ষ্য করে তাঁদের মডেল সাজাতে চলেছে। তাও আবার মূলত ১৮-২৫ বছরের মধ্যে যাদের বয়স তাঁদের চাহিদাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cars Under 4 Lakh: ৪ লক্ষ টাকার নীচে সেরা গাড়ি, ৩৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে
Car loan Information:
Calculate Car Loan EMI