Maruti Suzuki India: এই মাস জুড়ে মারুতির দুটি পণ্যের উপরে বিশাল ছাড় চলছে। অনেক টাকার ছাড় দিয়ে বিক্রি হচ্ছে এই দুই ব্র্যান্ডের গাড়ি। মার্চের ৩১ তারিখ পর্যন্তই থাকবে এই অফার। মূলত এরিনা ও নেক্সার ব্র্যান্ডের গাড়ির মডেলেই মারুতি (Maruti Suzuki Fronx) দিচ্ছে আকর্ষণীয় ছাড়। মূলত এটি ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস বা কর্পোরেট ডিসকাউন্ট হিসেবেই পাওয়া যাবে। কোন কোন মডেলে মিলছে এত ছাড় ? দেখে নিন এক ঝলকে।


কত টাকার ছাড় দিচ্ছে মারুতি ?


মারুতির ফ্রঙ্কস (Maruti Suzuki Fronx) মডেলের উপর ২০২৪ সালের মার্চ মাসে সর্বোচ্চ ৭৭০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। ফ্রঙ্কসের টার্বো পেট্রোল ভ্যারিয়ান্টেই মিলছে এই ছাড়। এর ফ্রন্ট ভেলোসিটি সংস্করণে থাকছে ৬০০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৭০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। ন্যাচারালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন আছে যে সমস্ত গাড়িতে, সেগুলিতে ১০০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে, অন্যদিকে ৭০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও থাকছে।


মারুতি সুজুকি ফ্রঙ্কসের পাওয়ারট্রেন


মূলত মারুতির ব্যালেনোর মডেলের কাঠামোর উপর তৈরি হয়েছে কুপ বেসড এই এসইউভি মডেল মারুতি ফ্রঙ্কস। এটি মূলত দুই ধরনের পাওয়ারট্রেনে পাওয়া যাচ্ছে। একটিতে থাকছে ১.২ লিটার ৪ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন এবং অন্যটিতে দেখা যাচ্ছে ১.০ লিটার ৩ সিলিন্ডারের টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে মূলত 89bhp পাওয়ার এবং 113Nm টর্ক উৎপন্ন হয়। টার্বো ইঞ্জিনের ক্ষেত্রে 99bhp পাওয়ার এবং 148Nm টর্ক উৎপন্ন হয়। ৫ স্পিড ম্যানুয়াল, এএমটি এবং ৬ স্পিড টর্ক কনভার্টর অটোমেটিক এর মধ্যে রয়েছে।


কী ফিচার্স থাকছে গাড়িতে ?


মারুতি ফ্রঙ্কসের (Maruti Suzuki Fronx) ফিচার্সের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় ৯ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম যাতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে থাকছে। থাকছে অটো ক্লাইমেট কনট্রোল, থাকছে ৬ এয়ারব্যাগের ইলেক্ট্রনিক স্টেবলিটি কনট্রোল, হিল-হোলড অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ABS।


কাকে টেক্কা দেবে মারুতি ফ্রঙ্কস


টাটা পাঞ্চ, হুন্ডাই এক্সটারের মত মডেলকে পাল্লা দেবে মারুতি সুজুকির (Maruti Suzuki Fronx) এই মডেল। দুই ধরনের মডেলেই ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন আছে, আছে ম্যানুয়ালের সঙ্গে এএমটিও। দুটি গাড়িই সিএনজি ভার্সনেও পাওয়া যায়। টাটা পাঞ্চ এবং হুন্ডাই এক্সটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬ লাখ টাকা থেকে।


আরও পড়ুন: ABP Live Auto Awards 2024: সেরা বাইকের পুরস্কার, 'বাইক অফ দ্য ইয়ার' পেল ট্রায়াম্ফ স্পিড ৪০০


Car loan Information:

Calculate Car Loan EMI