Zelo Electric Scooter: দেশীয় স্টার্টআপ সংস্থা জিলো ইলেকট্রিক ভারতের বাজারে তাদের নতুন এবং খুবই সস্তার বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারের নাম দেওয়া হয়েছে নাইট প্লাস। সংস্থার দাবি এখনও পর্যন্ত এটিই ভারতের সবথেকে সস্তার স্কুটার (Electric Scooter) এবং এতে রয়েছে সমস্ত প্রয়োজনীয় স্মার্ট ফিচার্স। দামি স্কুটারগুলিতে যে যে ফিচার্স থাকে, এই স্কুটারেও একই ফিচার্স রয়েছে বলেই দাবি করেছে জিলো ইলেকট্রিক সংস্থা। কত খরচ ? রেঞ্জ কত পাবেন ?

দাম ও ফিচার্স

যারা কম বাজেটে ভাল পারফরম্যান্স যুক্ত স্কুটার কিনতে চান তাদের জন্য এই বৈদ্যুতিন নাইট প্লাস স্কুটার (Electric Scooter) খুবই ভাল। এই স্কুটারের সবথেকে বড় ফিচার্স হল এর দাম। ৬০ হাজার টাকারও কমে আপনি পেয়ে যাবেন এই অত্যাধুনিক ফিচার্সের স্কুটার। এর এক্স শোরুম দাম পড়বে ৫৯ হাজার ৯৯০ টাকা। এই স্কুটারে আপনি হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি হোম হেডল্যাম্প আর ইউএসবি চার্জিং পোর্টের মত উন্নত ফিচার্সও রয়েছে। এতে একটি অপসারণযোগ্য ব্যাটারিও রয়েছে যা চার্জিং এবং রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে। এই স্কুটার গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক, ডুয়াল টোন ফিনিশের সঙ্গে বাজারে পাওয়া যাচ্ছে।

ব্যাটারি রেঞ্জ ও সর্বোচ্চ গতি

জিলো নাইট প্লাস একটি ১.৮ কিলোওয়াট আওয়ারের পোর্টেবল এলএফপি ব্যাটারি ব্যবহার করে। সংস্থার দাবি যে এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে ১০০ কিমির রেঞ্জ দেবে। শহরের রাস্তায় চালানোর চাহিদা অনুসারে এই স্কুটারে আপনি সর্বোচ্চ গতি পাবেন ৫৫ কিমি প্রতি ঘণ্টা। ফলে এটি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি ভাল বিকল্প হতে চলেছে। যারা ক্রমবর্ধমান জ্বালানির দামের কারণে সমস্যায় পড়েছেন এবং এখন বৈদ্যুতিন বিকল্পের দিকে যেতে চাইছেন তাদের জন্য এই স্কুটারটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

ডেলিভারি ও বুকিং

এই নাইট প্লাস স্কুটারের ডেলিভারি শুরু হবে আগামী ২০ অগাস্ট থেকে। সারা দেশের জিলো ডিলারশিপে এই স্কুটারের প্রি-বুকিং শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কম বাজেটে একটি বৈদ্যুতিন স্কুটার কেনার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য এটি একটি ভাল সুযোগ হতে পারে।

জেলো ইলেকট্রিকের সহ প্রতিষ্ঠাতা মুকুন্দ বাহেতি এই স্কুটার লঞ্চের সময় বলেন যে নাইট প্লাস কেবলমাত্র একটি স্কুটার নয় বরং এটি ভারতে স্মার্ট ও ক্লিন মোবিলিটিকে সহজলভ্য করার দিকে একটি বড় পদক্ষেপ। তিনি বলেন আমরা চাই সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের ও উন্নত বৈশিষ্ট্যের বৈদ্যুতিন যানবাহন পাক, এই চিন্তাভাবনা মাথায় রেখেই জিলো ইলেকট্রিক এই নাইট প্লাস স্কুটার তৈরি করেছে।


Car loan Information:

Calculate Car Loan EMI