কলকাতা : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে নির্যাতনের নানা ভিডিও। এরই মধ্যে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়ে দুর্গা পুজোয় শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মহম্মদ ইউনূস। এবার দুর্গাপুজোয় সপ্তাহান্তের দুই দিন ছুটি ছাড়াও ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতেই এল চাঞ্চল্যকর এক খবর। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে চুরি গিয়েছে দেবীর মাথার মুকুটটি। যেটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবাসীর সেন্টিমেন্ট। 


প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ মন্দিরে চুরির ঘটনাটি ঘটে।  ২০২১ সালে বাংলাদেশ সফরে যান মোদি। সে সময় প্রসিদ্ধ যশোরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন তিনি।  নরেন্দ্র মোদি কালীপ্রতিমার মাথায় সোনার ওই মুকুট পরিয়ে দিয়েছিলেন। সেই মুকুটটিই খোয়া গিয়েছে বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে খবর। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 






 ভারতীয় দূতাবাসের তরফে  বাংলাদেশ সরকারকে চুরির ঘটনা তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্টও করা হয়েছে দূতাবাসের তরফে। সেখানে মুকুট খুঁজে বের করা ও অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়।  


সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। সেখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে কথিত রয়েছে। এরপর এক ব্রাহ্মণ সেখানে মন্দির নির্মাণ করেন। এই মন্দির প্রায় ৪০০ বছরের বেশি পুরানো। প্রধানমন্ত্রী দেবীকে মুকুট পরিয়ে পুজো দেন  বাংলাদেশ সফরে গিয়ে। সোনা-রুপোয় তৈরি এই মুকুট বহুমূল্য। সঙ্গে তিনি একটি শাড়িও নিবেদন করেন দেবীকে। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা করেন। সেই মুকুটটিই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 


এক সময়ে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল যশোরেশ্বরী মন্দির। ইঁটের স্তম্ভ আর দেওয়ালের গায়ে জন্ম নিয়েছিল বড় বড় গাছ। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের উদ্যোগে মন্দিরের সংস্কার হয়। তারপর এখানে পুজো দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   


আরও পড়ুন- খালি পেটে এই ফলের রস খাচ্ছেন তো? ভাল থাকবে চুল-ত্বক, কমবে সর্দি-কাশি, এমনকি পেটের সমস্যাও 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।