ঢাকা : পুলিশ তাঁকে "মানসিক নির্যাতন" করেছে। বুধবার সংবাদ সংস্থা এএফপি-র কাছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাংলাদেশি গায়ক (Bangladeshi Singer) "হিরো" আলম (Hero Alam)। তাঁর অভিযোগ, পুলিশ গত সপ্তাহে তাঁকে ধ্রুপদী সংগীতের ওপর পারফর্ম করতে বারণ করেছেন। শুধু তা-ই নয়, তিনি এতটাই কুৎসিত যে গায়ক হওয়ার যোগ্য নন, বলেও তাঁকে বিদ্রুপ করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া তাঁকে দিয়ে একটা মুচলেখাও লিখিয়ে নেওয়া হয়।


আরও পড়ুন ; 'আত্মত্যাগ, সহমর্মিতা শেখায় উৎসব', ইদের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে চিঠি মোদির


"হিরো" আলম। বাংলাদেশি গায়ক। ফেসবুকে তাঁর ফলোয়ার প্রায় ২০ লক্ষ। ইউটিউবে ১৫ লক্ষ। তাঁর অন্যতম একটি গান..."Arabian Song"। যেখানে তাঁকে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে একটি বালির টিলার উপর পটভূমিতে উটের সাথে দেখা গেছে। যে গানের ভিউয়ার ছিল ১৭ মিলিয়ন। কিন্তু, গানের জন্য বারবারই তাঁকে সমালোচনায় বিদ্ধ করেছেন সমালোচকরা। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ক্ল্যাসিক্যাল গানের ওপর তাঁর যে সংস্করণ, তা অনেকেই ভালভাবে নেননি।


কী বলছেন "হিরো" আলম ?


এই পরিস্থিতিতে পুলিশ গত সপ্তাহে তাঁকে তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ। "হিরো" আলম বলেন, পুলিশ আমাকে সকাল ৬টায় তুলে নিয়ে যায়। সেখানে আট ঘণ্টা রেখেছিল। ওরা আমার কাছে জানতে চাই, আমি কেন রবীন্দ্র ও নজরুল সংগীত গাই ?


পরে ঢাকার চিফ ডিটেক্টিভ হারুন উর রশিদ সাংবাদিকদের জানান, আলম তাঁর ভিডিওতে অনুমতি ছাড়াই গান গাওয়ার জন্য এবং পুলিশের ইউনিফর্ম পরার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। ওর বিরুদ্ধে আমরা প্রচুর অভিযোগ পাচ্ছিলাম। গানের পুরো স্টাইলই পাল্টে দিয়েছেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে, আর এরকম করবেন না।


এদিকে পুলিশ তাঁকে নাম পাল্টানোর জন্য চাপ দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেন ঢাকার ডেপুটি পুলিশ কমিশনার ফারুক হোসেন। "সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এরকম মন্তব্য করছেন উনি", সংবাদ সংস্থা এএফপি-কে বলেন তিনি।