State Bank Of India: গ্রাহকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে মাসে তিনবার দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহক। তবে কেবল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা দেওয়া হবে। ঘরে বসেই ব্যাঙ্কের অনেক পরিষেবার সুবিধা নিতে পারবেন এই গ্রাহকরা।


SBI Free Doorstep Banking: ট্যুইট করে এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্ক


ট্যুইটে SBI লিখেছে, ব্যাঙ্কের বিশেষভাবে সক্ষম গ্রাহকরা মাসে তিনবার বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।এসবিআই এর সঙ্গে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে এর প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।


State Bank Of India: ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধার জন্য কীভাবে রেজিস্টার করবেন ?


এসবিআই গ্রাহকরা ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এর জন্য নিজেদের রেজিস্টার করতে পারেন। ব্যাঙ্ক এর জন্য দুটি নম্বর দিয়ে দিয়েছে। এই নম্বরগুলো হল- 18001037188 ও আপনি যদি SBI-এর ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা 18001213721-এর জন্য রেজিস্টার করতে চান, তাহলে আপনি এই নম্বরগুলিতে কল করতে পারেন।


SBI Free Doorstep Banking: ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধায় SBI কী কী পরিষেবা দিচ্ছে ?
ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, ফর্ম পিকআপ, ড্রাফ্ট ডেলিভারি, টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপ, হোম ব্রাঞ্চ রেজিস্ট্রেশন পরিষেবা সহ ডকুমেন্ট পিকআপ এসবিআই ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যায়।


SBI FD Rates Hiked: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সুখবর। ফের একবার ফিক্সড ডিপোজটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)। ১৩ অগাস্ট থেকে নতুন হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২ কোটি টাকার নিচে FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের FD-তে ব্যাঙ্ক ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক।


FD Rate Hike: কী বলছে স্টেট ব্যাঙ্ক ?
গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে 2.90% থেকে 5.65% পর্যন্ত সুদের হার অফার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ পাশাপাশি প্রবীণ নাগরিকদের 3.40% থেকে 6.45% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক। আপনি যদি ব্যাঙ্কে FD করার কথাও ভাবেন, তাহলে দেখে নিন কত দিনের মেয়াদে কত টাকা দিচ্ছে ব্যাঙ্ক।


আরও পড়ুন : FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন, কোন মেয়াদে কত লাভ ?