7th Pay Commission Latest News: দীপাবলির আগেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। যার পরে কর্মীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ হয়েছে। ২০২৩ সালের মার্চে আরও দুটি সুখবর পেতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট বলছে,সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫ শতাংশ (DA Hike)বাড়াতে পারে। এখানেই শেষ নয়, কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আগামী বছর।
Salary News: কত বেতন বাড়তে পারে ?
কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা ৩ থেকে ৫ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এই বৃদ্ধি হলে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪১ থেকে ৪৩ শতাংশ হবে। যার অর্থ , এখন কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে । এছাড়াও কর্মচারীরা ১৮ মাসের ডিএ বকেয়া (DA) রয়েছে, যা পূরণ করতে পারে সরকার।
7th Pay Commission: দীপাবলিতে উপহার দিয়েছে সরকার
চলতি বছরে দীপাবলির আগে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল। যার ফলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছিলেন। এটি ১ জুলাই, ২০২২ থেকে কার্যকর হয়েছিল। এখন সেই অনুযায়ী কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে।
Salary News: বেতন কত বাড়তে পারে ?
কেন্দ্রীয় সরকার ডিএ ৪ শতাংশ বৃদ্ধির পরে ১৫,০০০ টাকার মূল বেতনের কর্মচারীরা ৫,৭০০ টাকা পাবেন, যা আগে ৫,১০০ টাকা ছিল। সেই অনুযায়ী কর্মচারীদের বেতন বেড়েছে ৬০০ টাকা। একইভাবে, যদি নতুন বছরেও ডিএ বাড়ানো হয়, তবে টাকা বৃদ্ধির পরিমাণ বাড়তে পারে ১,০০০ পর্যন্ত।
7th Pay Commission: ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে
কর্মচারীরা আশাবাদী, অর্থ মন্ত্রক শীঘ্রই ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কেও সিদ্ধান্ত নিতে পারে। ২০১৬ সাল থেকে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ বার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এটি ৩.৬৮ গুণ বৃদ্ধি করার দাবি করছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে কর্মচারীদের বেতন বড় ধরনের বৃদ্ধি পাবে। শেষবার যখন ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছিল, তখন মূল বেতন ৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা হয়েছিল। অন্যদিকে, চাহিদা অনুযায়ী এবারও যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে থাকে তাহলে মূল বেতন এখন ১৮ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা হবে।
আরও পড়ুন : Janani Suraksha Yojana: মহিলাদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার, জেনে নিন কারা পাবেন সুবিধা