LIC Bima Shree Policy: গত ১০ বছরে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির পাশাপাশি এসেছে বহু বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা। প্রতিযোগিতার দৌড়ে দেশবাসীকে অনেক বেশি সুবিধার আশ্বাস দিচ্ছে এই কোম্পানিগুলি। তা সত্ত্বেও কমেনি এলআইসি-র চাহিদা। এবার গ্রাহকদের জন্য এই পলিসি নিয়ে এল কোম্পানি। 


LIC Policy: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে। ভারতের পুরনো বিমা কোম্পানি বললেই নাম আসে এলআইসির। সময়ে সময়ে দেশের বিভিন্ন শ্রেণির জন্য বিমা পলিসি চালু করেছে সংস্থা। আপনি আপনার ভবিষ্যতের চাহিদা ও সম্ভাবনা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন এই কোম্পানিতে। বর্তমানে LIC Bima Shree-র মতো দারুণ পলিসি নিয়ে এসেছে। জেনে নিন, এর থেকে কী সুবিধা পাবেন আপনি।


Investment: LIC বিমা শ্রী পলিসি হল একটি নন-লিঙ্কড পার্সোনাল জীবন বিমা পলিসি। এই পলিসিতে বিনিয়োগ করলে আপনি ডেথ বেনিফিট হিসাবে ১২৫ শতাংশ পর্যন্ত বিমার অর্থের সুবিধা পাবেন। আপনিও যদি এই পলিসি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিচে এর বিশদ বিবরণ দেওয়া হল।


এলআইসি বিমা শ্রী নীতির হাইলাইটস-


পলিসিতে 'সাম অ্যাসিওরর্ড'-এর পরিমাণ - ১০ লক্ষ টাকা৷


পলিসিতে সর্বোচ্চ বিমার পরিমাণ - কোনও সীমা নেই।


পলিসির মেয়াদ- ১৪, ১৬, ১৮ ও ২০ বছর 
প্রিমিয়াম পরিশোধের মেয়াদ - পলিসি মেয়াদ - ৪ বছর


পলিসি কেনার সর্বনিম্ন বয়স -৮ বছর


পলিসির সর্বোচ্চ বয়স - ৫৫ বছর (১৪ বছর পলিসির মেয়াদ), ৫১ বছর (১৬ বছর পলিসির মেয়াদ), ৪৮ বছর (১৮ বছর পলিসির মেয়াদ), ৪৫ বছর (২০ বছর পলিসির মেয়াদ)


'ডেথ বেনিফিট' পাওয়া যায়- এতে বিনিয়োগ করে পলিসিধারকের দুটি উপায়ে সুবিধা হতে পারে। প্রথমটি হল মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ ও দ্বিতীয়টি হল 'ডেথ বেনিফিট'। পলিসি কেনার ৫ বছরের মধ্যে যদি কোনও ব্যক্তি মারা যান, তবে নমিনি বিমার অর্থের সুবিধা পাবেন৷ অন্যদিকে, পলিসি কেনার ৫ বছর পরে যদি কোনও পলিসিহোল্ডার মারা যান, তবে সেই পরিস্থিতিতে বেসিক সাম অ্যাসিওরডের ১২৫ শতাংশ বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণের সমান দাবি পাওয়া যাবে।


কত রিটার্ন পাবেন-
এলআইসি বিমা শ্রী পলিসিতে বিনিয়োগকারী মেয়াদপূর্তির পূর্বে মাঝে মাঝে বেসিক বিমার অর্থ ফেরত পাবেন। তিনি চাইলে ম্যাচিউরিটি হলে একই সঙ্গে রিটার্নের সুবিধাও নিতে পারেন। আপনি প্রতি মাসে, তিন মাস, ৬ মাস বা বছরের ভিত্তিতে এই পলিসিতে প্রিমিয়াম দিতে পারেন। 


১৪ বছরের পলিসির মেয়াদে বেসিক সাম অ্যাসিওর্ডের ৪০ শতাংশ পাওয়া যাবে 


১৬ বছরের পলিসির মেয়াদে বেসিক সাম অ্যাসিওর্ডের৩০ শতাংশ পাওয়া যাবে


১৮ বছরের পলিসির মেয়াদে বেসিক সাম অ্যাসিওর্ডের ২০ শতাংশ পাওয়া যাবে 
২০ বছরের পলিসির মেয়াদে বেসিক সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ পাবেন পলিসি হোল্ডার


কর ও ঋণের নিয়ম


আপনি যদি পরপর দুই বছর এই পলিসির প্রিমিয়াম শোধ করেন, তাহলে আপনি এই পলিসির পরিবর্তে ঋণের সুবিধা পেতে পারেন।