Jobs In Western Railway: পশ্চিম রেলে স্পোর্টস কোটার অধীনে ২১টি পদ পূরণের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চাকরিপ্রার্থীদের RRC WR-এর অফিশিয়াল সাইট rrc-wr.com -এ গিয়ে আবেদন করতে হবে। এই পদগুলির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে চলছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর ২০২২ রাখা হয়েছে।


RRC WR নিয়োগ মোট শূন্যপদ: ২১টি পদ


লেভেল ৪ ও ৫ কুস্তি (পুরুষ) 
ফ্রিস্টাইল -১ টি 
শুটিং (পুরুষ/মহিলা)- ০১টি পদ


কবাডি (পুরুষ)- ০১টি পদ


অল রাউন্ডার হকি (পুরুষ) - ০২টি পদ


লেভেল ২ ও ৩
ভারোত্তোলন (পুরুষ) - ০২টি পদ


পাওয়ারলিফটিং (পুরুষ) - ০১টি পদ


পাওয়ার লিফটিং (মহিলা) - ০১টি পদ


কুস্তি (পুরুষ) (ফ্রিস্টাইল) - ০১টি পদ


শুটিং (পুরুষ/মহিলা)- ০১টি পদ


কাবাডি (পুরুষ)- ০১টি পদ


কাবাডি (মহিলা) - ০২টি পদ


হকি (পুরুষ) - ০১টি পদ


জিমন্যাস্টিকস (পুরুষ) - ২টি পদ


ক্রিকেট (পুরুষ) - ২টি পদ


ক্রিকেট (মহিলা)- ০১টি পদ


বল ব্যাডমিন্টন (পুরুষ) - ০১টি পদ


Railway Recruitment: পশ্চিম রেলওয়ে নিয়োগ ২০২২-এর জন্য বেতন


লেভেল ২-১৯৯০০-৬৩২০০ 


লেভেল ৩- ২১৭০০-৬৯১০০ টাকা


লেভেল ৪- টাকা ২৫৫০০-৮১১০০


লেভেল ৫- টাকা ২৯২০০- ৯২৩০০ টাকা


Jobs In Western Railway: ওয়েস্টার্ন রেলওয়ে নিয়োগ ২০২২-এর জন্য যোগ্যতা


বয়সসীমা- আবেদনকারীর বয়স 


সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর রাখা হয়েছে। এতে ছাড় দেওয়ার কোনও বিধান নেই। প্রার্থীদের বয়স এর বেশি হলে তার আবেদন বাতিল করা হবে।


শিক্ষাগত যোগ্যতা


লেভেল ৪ ও ৫: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীকে। 


লেভেল ২ ও ৩: একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে দ্বাদশ বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


Jobs In Western Railway: আবেদন ফি


সাধারণ বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। তবে SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান মহিলা, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য আবেদনের ফি রাখা হয়েছে ২৫০ টাকা। 


আরও পড়ুন : Indian Navy Jobs: ভারতীয় নৌবাহিনীতে ২৩০টি পদে হবে নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI