Digital Banking SBI News: ব্যাঙ্কে না গিয়েই ডিজিটালি পেতে পারেন ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। ডিজিটাল ব্যাঙ্কিংকে উৎসাহিত করতে নতুন প্রোডাক্ট এনেছে ব্যাঙ্কগুলি। গ্রাহকদের সুবিধার পাশাপাশি ব্যাঙ্কের শাখায় যাওয়ার ঝামেলা থেকেও মুক্তি দিচ্ছে এই ব্যবস্থা। 


SBI YONO App: কোন ব্যাঙ্কে কী সুবিধা ?
সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই YONO অ্যাপে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট (RTXC) নামে একটি ঋণ শুরু করেছে। এর আওতায় গ্রাহকরা SBI YONO অ্যাপের মাধ্যমে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারেন। এর জন্য গ্রাহকদের শাখায় যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে ডিজিটাল মাধ্যমে সকল কাজ সম্পন্ন করতে পারবেন গ্রাহক। বেতনভুক শ্রেণির জন্য এই সুবিধা চালু করা হয়েছে।


SBI News: কী বলছে স্টেট ব্যাঙ্ক ?
এসবিআই বিবৃতিতে জানিয়েছে, আরটিএক্সসির মাধ্যমে ব্যক্তিগত ঋণের আবেদনকারী গ্রাহকদের যোগ্যতা যাচাই সহ নথিপত্র ও অন্যান্য প্রক্রিয়া যাচাই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত ঋণ দেওয়ার এই সুবিধা বিশেষ করে বেতনভুক শ্রেণির কথা মাথায় রেখেই শুরু করা হয়েছে। সেই ক্ষেত্রে যাদের স্যালারি অ্যাকাউন্ট এসবিআইতে রয়েছে তারা এই সূবিধা পাবেন।


SBI YONO App: এঁরা নিতে পারবেন ঋণ
যার বেতন অ্যাকাউন্ট SBI তে রয়েছে।


যার ন্যূনতম বেতন প্রতি মাসে 15,000 টাকা।


কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্রীয় পিএসইউ ও মুনাফা অর্জনকারী রাজ্য পিএসইউর কর্মচারী, জাতীয় স্তরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী, নির্বাচিত বেসরকারি সংস্থার কর্মচারী যারা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বা নয়, তারাও এই সুবিধা নিতে পারেন।


SBI News: কী বলছেন চেয়ারম্যান ?


এই বিষয়ে এসবিআই চেয়ারম্যান দীনেশ খারা বলেছেন, ''ব্যাঙ্ক ক্রমাগত প্রযুক্তি ভিত্তিক ব্যাঙ্কিং সুবিধা শুরু করেছে। রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট লোন সুবিধা চালু করা হয়েছে ডিজিটাল ব্যাঙ্কিংকে উৎসাহিত করার জন্য।'' ব্যাঙ্কের দাবি, সর্বনিম্ন সুদের হারে ব্যক্তিগত ঋণ দিচ্ছে SBI। এই অ্যাপের মাধ্যমে ঋণ নিতে গ্রহণকারীকে কোনও সিকিউরিটি বা গ্যারান্টারের প্রয়োজন হবে না।


আরও পড়ুন : Post Office Update: পোস্ট অফিস থেকে করা যাবে NEFT, RTGS,কত চার্জ লাগবে জানেন ?