Aadhaar Card Update: অন্যান্য আইডি প্রুফ থেকে আলাদা আধার কার্ড। এতে রয়েছে নাগরিকের বায়োমেট্রিক তথ্য। যাতে নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করা হয়। এই কারণে এটি অন্যান্য আইডি প্রমাণ যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে আলাদা এই নথি।


Aadhaar Card Update: প্রায় সব জায়গায় কাজে লাগে আধার ?
সন্তানদের স্কুল, কলেজে ভর্তি করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ভ্রমণের সময়, হোটেল বুকিং, সম্পত্তি কেনা, বাজারে বিনিয়োগের জন্য আধার কার্ড ব্যবহার করা হয়। আধার কার্ডে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন তার নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি লিপিবদ্ধ থাকে। UIDAI দিতে পারে এই আধার কার্ড।নাগরিকদের সুবিধার জন্য অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়েছে। মনে রাখবেন, যে এই সব আধার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে নাগরিকের।


Aadhaar Card Download: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার ডাউনলোড
অনেক সময় আধার কার্ড তৈরির সময় মোবাইল নম্বর নথিভুক্ত করেন না কার্ড হোল্ডাররা। সেই ক্ষেত্রে পরে এরজন্য সমস্যায় পড়তে হয় তাঁদের। আধার কার্ড হোল্ডারদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে (UIDAI) কর্তৃপক্ষ। এখন রেজিস্টার্ড বা নথিভুক্ত মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোডের সুবিধা পাওয়া যাবে।


Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই করুন আধার ডাউনলোড
রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তা অনেকেই জানেন না। আজ আমরা আপনাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করার উপায় বলে দেব। 


প্রথমে রেজিস্টার্ড বা নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করতে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। 
এখানে আপনি My Aadhaar-এর অপশনটি নির্বাচন করুন।
এর পরে PVC কার্ড অপশনটি নির্বাচন করুন। 
এবার আপনাকে 12 সংখ্যার অনন্য আধার নম্বর লিখতে হবে। 
আপনি যদি চান আধার নম্বরের পরিবর্তে এখানে 16 নম্বরের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বরও লিখতে পারেন।
এখানে আপনাকে ক্যাপচা দিতে বলা হবে। 
যদি আপনার মোবাইল নম্বর নিবন্ধিত বা রেজিস্টার্ড না থাকে তাহলে আপনি My Mobile No is not Registered অপশনে ক্লিক করুন। এর পরে আপনার কাছে আপনার নতুন নম্বর চাওয়া হবে। সেই নম্বরটি লিখে দিন। 
আপনার দেওয়া নম্বরে এবার OTP আসবে। ওয়েবসাইটে এই নম্বরটি লিখুন। 
এরপর শর্তাবলীতে ক্লিক করুন। 
১০ এবার সাবমিট অপশন সিলেক্ট করুন। 
১১ এর পরে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি আপনার আধার আগের মতোই দেখতে পাবেন। 
১২ এখানে 50 টাকা জমা দিন। এরপর আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। 
১৩ আপনার পিভিসি কার্ড সহজেই আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।


আরও পড়ুন : Pension Rules: পেনশনের নিয়মে বড় পরিবর্তন, মোদি সরকারের নতুন ঘোষণা